বাথরুমে কোন রঙের বালতি রাখতে নেই? কী বলছে বাস্তুশাস্ত্র! সংসারে অনটন রুখতে জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vastu tips for bathroom- বাস্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বাথরুমে নীল রঙের বালতি রাখা শুভ। নীল রং নেতিবাচক শক্তি থেকে মানুষকে দূরে রাখে।
advertisement
1/7

বাথরুম কখনই রান্নাঘরের সামনে বা পাশে থাকা উচিত নয়। বাস্তু মতে ঘরের উত্তর বা উত্তর-পশ্চিম দিকে বাথরুম থাকলে ভাল হয়। এসব তথ্য তো এখন অনেকেরই জানা। তবে আজ আমরা একটি অজানা তথ্য আপনাদের জানাব।
advertisement
2/7
আজ আমরা বলব, বাস্তুমতে ঠিক কোন রঙের বালতি বাথরুমে রাখতে নেই! বাস্তু ত্রুটি দেখা দিলে সংসারে আর্থিক অনটন দেখা দিতে পারে। এমনকী পরিবারের সদস্যদের শারীরিক অসুস্থতাও হতে পারে।
advertisement
3/7
তবে সবার আগে জানিয়ে রাখা দরকার, News18 বাংলা কোনওরকম কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। জ্যোতিষ ও বাস্তু সম্পর্কিত প্রতিবেদনের উপর বিশ্বাস রাখা বা না রাখার দায় সম্পূর্ণরূপে পাঠকের।
advertisement
4/7
নয়াদিল্লির বাস্তু পরামর্শক ডাঃ তারা মালহোত্রা বলছেন, বাথরুমের দেওয়াল ও বালতির রঙের উপর বাস্তুর উপর প্রভাব ফেলতে পারে। ফলে বাথরুমের দেওয়াল ও বালতির রঙ বাছাইয়ের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে।
advertisement
5/7
বাস্তু অনুসারে, কল থেকে জল লিক করলে তা দুর্ভাগ্য বয়ে নিয়ে আসার লক্ষণ৷ বাথরুম বা ঘরের যে কোনও কল বন্ধ থাকা অবস্থায় তা থেকে জল পড়লে তা অবিলম্বে সারাতে হবে। বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এর ফলে হঠাৎ করে সংসার থেকে জলের মতো টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷
advertisement
6/7
বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে ছেঁড়া চপ্পল কখনওই রাখা উচিত নয়। আর বাথরুমে কখনওই লাল রঙের বালতি রাখতে নেই। চেষ্টা করতে হবে বাথরুমে যাতে কোনও গাঢ় রঙের বালতি না রাখা থাকে।
advertisement
7/7
বাস্তু বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বাথরুমে নীল রঙের বালতি রাখা শুভ। নীল রং নেতিবাচক শক্তি থেকে মানুষকে দূরে রাখে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
বাথরুমে কোন রঙের বালতি রাখতে নেই? কী বলছে বাস্তুশাস্ত্র! সংসারে অনটন রুখতে জেনে নিন