Vastu Tips: বজরংবলীর আরাধনায় পালন করতে হয় কঠিন ব্রত, ভুলেও উল্টোপাল্টা জায়গায় রাখবেন না মূর্তি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Vastu Tips: বাড়িতে কোথায় রাখছেন বজরংবলীর মূর্তি? সঠিক জায়গায় না রাখলেই সর্বনাশ! জানুন
advertisement
1/8

পবনপুত্র ও রামভক্ত বজরংবলী কলিযুগের দেবতা। বজরংবলীকে সাক্ষাৎ ও জাগ্রত দেবতা মনে করা হয়। বজরংবলীকে খুব শীঘ্র প্রসন্ন করা যায়। তাঁর পুজোর উপায়ও সরল। হনুমান ভক্তির কিছু বিশেষ নিয়ম রয়েছে, এই নিয়মগুলিকে কঠিন মনে করা হয়।
advertisement
2/8
বজরংবলীর উপাসনা যত সহজ, ততই কঠিন। বজরংবলীর সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি উত্তম চরিত্রের দিকেও নজর রাখতে হয়।
advertisement
3/8
বজরংবলীর পুজো নিয়ে রয়েছে একাধিক বিধি। সঠিকভাবে সেই বিধি মেনে পুজো করলে তবেই মেলে ফলাফল। অনেকেই দেবতার ছবি বাড়িতে ঠাকুরের বেদীতে প্রতিষ্ঠা করেন। তবে সঠিক উপায়ে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা না করতে পারলে বাড়ির অশান্তি, বিপদ সহজে কাটতে চায় না।
advertisement
4/8
যদি আপনার কোষ্ঠীতে গ্রহদোষ থাকে, তাহলে বজরংবলীর আরাধনায় তা কেটে যাবে। বাড়িতে যদি বিপদ আপদ বাড়তে থাকে, থেকে যায় কোন বাস্তু দোষ তাহলে তা হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, ও বজরং পাঠ করলে কেটে যায়।
advertisement
5/8
বাড়িতে যদি বজরংবলীর পঞ্চমুখী মূর্তির রূপের ছবি রাখা যায়, তাহলে বিপদ তো কাটবেই সঙ্গে সঙ্গে কোনও টেনশনও আসবে না। বাড়িতে সমস্ত ধরনের নেতিবাচক ফল থেকে পাওয়া যাবে মুক্তি।
advertisement
6/8
যদি বজরংবলীর মূর্তি বাড়িতে প্রবেশ দ্বারের মাথায় রাখা হয় তাহলে বাড়িতে কোনও ধরনের খারাপ প্রভাব পড়বে না। এছাড়াও হাতে পর্বত রয়েছে এমন বজরংবলীর ছবি বাড়ির পক্ষে খুবই ভালো।
advertisement
7/8
বাড়িতে বজরংবলীর মূর্তি রাখুন দক্ষিণ দিকে। বলা হয়, এই দিকে হনুমানজির প্রভাব অনেকটাই বেশি হয়। রান্নাঘরে, সিঁড়ির নিচে হনুমানজির ছবি একেবারেই রাখবেন না। এতে ঘরে খারাপ প্রভাব পড়ে।
advertisement
8/8
বাড়ির দক্ষিণ দিকে যদি বজরংবলির লাল রঙের বসে থাকা মূর্তির ছবি লাগান, তাহলে পেতে পারেন দারুণ ফলাফল। সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: বজরংবলীর আরাধনায় পালন করতে হয় কঠিন ব্রত, ভুলেও উল্টোপাল্টা জায়গায় রাখবেন না মূর্তি