TRENDING:

Raksha Bandhan: জরুরি কিন্তু! কতক্ষণ বেঁধে রাখতে হয় রাখি? কতদিন পর খোলা যাবে হাত থেকে? রাখি পূর্ণিমার আগে জেনে নিন

Last Updated:
Raksha Bandhan: এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।
advertisement
1/10
জরুরি কিন্তু! কতক্ষণ বেঁধে রাখতে হয় রাখি? কতদিন পর খোলা যাবে হাত থেকে?
বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণমাস৷ এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখি পূর্ণিমা৷
advertisement
2/10
এ বছর রাখি পূর্ণিমা পালিত হবে ১৯ অগাস্ট, সোমবার৷
advertisement
3/10
হাতে আর এক মাসও নেই। তারপরেই রাখিবন্ধন। রাখি পূর্ণিমা তিথি শুরু হবে ১৮ অগাস্ট ও ১৯ অগাস্টের সন্ধিক্ষণে রাত ৩.০৪ মিনিটে৷
advertisement
4/10
এ বছর রাখি পরানোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১.০৩ মিনিটে৷
advertisement
5/10
ভাই এবং বোন উভয়েই খুব ভোরে ঘুম থেকে উঠে, স্নান করে এবং নতুন পোশাক পরে এই দিনটি উদযাপন করেন৷
advertisement
6/10
ভাইবোনের ভালবাসার বন্ধন উদযাপন করা সুন্দরতম উৎসব রাখিবন্ধন। বাজারে ইতিমধ্যেই নানা রঙের, নানা ধরনের রাখির ছড়াছড়ি! প্রতি বছর অনেকেই অভিনব এবং রঙিন রাখি কেনেন৷ তবে রাখি কতক্ষণ হাতে রাখতে হবে তা নিয়ে কিন্তু নানা মত রয়েছে৷
advertisement
7/10
যদিও রাখি হিন্দু সংস্কৃতিতে একটি ব্যাপকভাবে উদযাপিত উৎসব, তবে অনেকেই জানেন না যে রাখি কখন খুলে নেওয়া উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে, এর তেমন কোনও নির্দিষ্ট সময় নেই৷ অনেকসময় পুরোটাই ভাইয়ের বিবেচনার উপর নির্ভর করে। আবার মহারাষ্ট্রীয় সংস্কৃতিতে বলা হয় যে ভাইকে রাখিপূর্ণিমার দিন থেকে ১৫ দিন ধরে রাখি পরতে হবে।
advertisement
8/10
ভাইকে রাখি না বাঁধা পর্যন্ত বোন বা দিদিরা উপোস করে থাকেন। এই রীতিই চলে আসছে পরম্পরায়৷
advertisement
9/10
কয়েক দানা দানা চাল ভাইয়ের ওপর ছড়িয়ে দেওয়া শুভ বলে মনে করা হয়। তবে এই রীতি বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত নয়। অবাঙালিরা মূলত এই রীতি অনুসরণ করেন।  
advertisement
10/10
 এ দিন বোনেরা ভাই বা দাদায়ের হাতে রাখি পরিয়ে তাঁদের দীর্ঘ নীরোগ জীবনের কামনা করেন। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Raksha Bandhan: জরুরি কিন্তু! কতক্ষণ বেঁধে রাখতে হয় রাখি? কতদিন পর খোলা যাবে হাত থেকে? রাখি পূর্ণিমার আগে জেনে নিন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল