Ranna Pujo 2023: রাত পোহালেই রান্নাপুজো... ইলিশ থেকে চালতা, আর কী কী পদ রান্না হয় এই দিন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Ranna Pujo: রান্নাপুজোর একটা বিশেষ আকর্ষণ হল ইলিশ মাছ। অনেক বাড়িতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশের ঝাল দেওয়ার রীতি রয়েছে।
advertisement
1/6

৩১ ভাদ্র বিশ্বকর্মা পুজো। প্রতি বছর দুর্গাপুজোর আগে বাঙালি মেতে ওঠে বিশ্বকর্মা পুজোয়। বিশ্বকর্মা পুজো দিয়েই যেন সূত্রপাত হয় দুর্গাপুজোর। এ বছর ১৮ সেপ্টেম্বর, সোমবার বিশ্বকর্মা পুজো।
advertisement
2/6
পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা জানান, এবার বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর সোমবার পালিত হবে। এ সময় পূজার শুভ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।
advertisement
3/6
সাধারণত বিশ্বকর্মাপুজোর আগের দিন হয় অরন্ধন বা রান্নাপুজো।
advertisement
4/6
মরসুমের সেরা সবজি ও মাছ আরাধ্য দেবতাকে নিবেদন করাই এই রান্নাপুজোর প্রধান লক্ষ্য। বলা হয় রান্নাপুজো আসলে গৃহদেবতা ও উনুনের পুজো।
advertisement
5/6
আলু, কুমড়ো, কলা, পটল, নারকেল, বেগুন, ভাজা, ভাত, নারকেল কুরো ভাজা, ছোলার ডাল, পুঁইশাক, মাছ ভাজা, কচুর শাক, ইলিশ মাছ, মাছের ঝাল, চালতার টক ইত্যাদি খাওয়ার দেওয়ার রীতি রয়েছে রান্নাপুজোয়।
advertisement
6/6
রান্নাপুজোর একটা বিশেষ আকর্ষণ হল ইলিশ মাছ। অনেক বাড়িতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশের ঝাল দেওয়ার রীতি রয়েছে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Ranna Pujo 2023: রাত পোহালেই রান্নাপুজো... ইলিশ থেকে চালতা, আর কী কী পদ রান্না হয় এই দিন?