Weekly Horoscope: রাশিফল ২৭ নভেম্বর-৩ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে এই সপ্তাহ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Weekly Horoscope, 27th November to 3rd December: দেখে নেওয়া যাক নতুন এই সপ্তাহ কী নির্ধারিত করে রেখেছে রাশিচক্রের একেককটি জাতক-জাতিকার জন্য।
advertisement
1/13

নতুন এই সপ্তাহের এক হাতে সমাপ্তি এবং অন্য হাতে সূচনা। নভেম্বর মাস যেমন শেষ হয়ে যাবে এই সপ্তাহে, তেমনই শুরু হয়ে যাবে ডিসেম্বর মাস। এই সংমিশ্রণ বছরভর আমরা অনেক সপ্তাহেই দেখেছি। কিন্তু ভাগ্যরেখা কখনওই এক থাকে না, তা সতত পরিবর্তনশীল। অতএব, দেখে নেওয়া যাক নতুন এই সপ্তাহ কী নির্ধারিত করে রেখেছে রাশিচক্রের একেককটি জাতক-জাতিকার জন্য।
advertisement
2/13
মেষ- সংযত আচরণ বাঞ্ছনীয়, অন্যথায় সমস্যা বাড়বে, একই সঙ্গে স্বাস্থ্যেরও যত্ন প্রয়োজন, আর্থিক এবং প্রণয় জীবন থাকবে অনুকূলে।
advertisement
3/13
বৃষ- উন্নতির সুযোগ আসবে, থাকবে অতিরিক্ত দায়িত্বও, কাজ এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রক্ষা প্রয়োজন, নিবিড় কথোপকথনে খুলবে রোম্যান্সের দরজা।
advertisement
4/13
মিথুন- বুদ্ধিমত্তায় জয় হবে হৃদয়ের খেলায়, বাঁধা গতের বাইরে যাওয়ার ক্ষমতা কর্মজীবনে উন্নতির সুযোগ দেবে, স্বাস্থ্য নিয়ে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনই কাম্য।
advertisement
5/13
কর্কট- বিনিয়োগের পূর্বে সুবিবেচনা প্রয়োজন, জীবনের বিশেষ মানুষের দেখা মিলতে পারে এই সপ্তাহে, নিয়মিত শরীরচর্চা এখন একান্ত আবশ্যক।
advertisement
6/13
সিংহ- পরিস্থিতি যা-ই হোক, মুষড়ে না পড়ে কেবলই এগিয়ে যেতে হবে, টাকাপয়সার ব্যাপারে আপাতত কোনও রকম ঝুঁকি না নেওয়াই উচিত হবে।
advertisement
7/13
কন্যা- বুঝে-শুনে খাওয়াদাওয়া করা দরকার, নিজের বিবেচনাবোধে আস্থা রেখে সিদ্ধান্ত নিলে লাভ হবে, অপ্রয়োজনীয় খরচ একেবারে ছেঁটে ফেলতে হবে।
advertisement
8/13
তুলা- পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার ক্ষমতাই উন্নতির সুযোগ এনে দেবে, উপভোগ্য হলেও সপ্তাহটি কঠোর পরিশ্রমে পূর্ণ হতে চলেছে।
advertisement
9/13
বৃশ্চিক- জীবনের বদল মেনে নেওয়াই ভাল, মনে যা আছে খুলে বললে প্রণয়জীবন নিবিড় হবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের পক্ষেও সময় এখন অনুকূলেই থাকবে।
advertisement
10/13
ধনু- উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাস নিয়ে যাবে উন্নতির পথে, তবে শরীর সুস্থ রাখতে হলে একটানা কাজের মাঝে নিজেকেও কিছুটা সময় দিতে হবে।
advertisement
11/13
মকর- সপ্তাহটি সাফল্যে সমৃদ্ধ হলেও ক্লান্তি গ্রাস করবে, সেই মতো বিশ্রামও প্রয়োজন, ভালবাসার সম্পর্ক ধরে রাখতে নিজেকে প্রকাশ্যে এবার আনতে হবে।
advertisement
12/13
কুম্ভ- সমমনস্ক কারও সঙ্গে পরিচয় জীবনে উন্নতির পথ প্রশস্ত করবে, অন্যমনস্কতার কারণে সমস্যায় পড়তে হতে পারে, সতর্ক থাকা একান্ত আবশ্যক।
advertisement
13/13
মীন- সপ্তাহটি সামাজিকতায় পূর্ণ হবে, মেলামেশায় ভাল সময় কাটবে, বিনিয়োগের পূর্বে অভিজ্ঞ কারও পরামর্শ না নিলে সমস্যায় পড়তে হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Weekly Horoscope: রাশিফল ২৭ নভেম্বর-৩ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে এই সপ্তাহ