Weekly Horoscope: রাশিফল ১০-১৭ জুলাই; দেখে নিন কেমন যাবে সপ্তাহ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Weekly Horoscope, 10 to 16 July 2023: দেখে নেওয়া যাক কর্কট রাশিতে সূর্য এবং বুধের গোচরের প্রভাবে এই সপ্তাহ কার কেমন কাটতে চলেছে।
advertisement
1/14

জ্যোতিষবিদরা বলছেন, চলতি সপ্তাহ অতীব গুরুত্বপূর্ণ। কেন না, এই সপ্তাহেই কর্কট রাশিতে একত্রে গোচর করছেন সূর্য এবং বুধ। এই গোচরের ফলে সব রাশিই কোনও না কোনও ভাবে উপকৃত হবে।
advertisement
2/14
তবে বিশেষ করেই সপ্তাহ পয়মন্ত সাব্যস্ত হবে মেষ, মিথুন, কন্যা এবং তুলা রাশির পক্ষে। দেখে নেওয়া যাক কর্কট রাশিতে সূর্য এবং বুধের গোচরের প্রভাবে এই সপ্তাহ কার কেমন কাটতে চলেছে।
advertisement
3/14
মেষ: মন থাকবে কাজের দিকে, ভাগ্যের পূর্ণ সমর্থন মিলবে। শুভ সংখ্যা- ৬, শুভ রঙ- কালো
advertisement
4/14
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। তুচ্ছ সমস্যা নিয়ে ভাবলে চলবে না, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। শুভ সংখ্যা- ৫, শুভ রঙ- গোলাপি
advertisement
5/14
মিথুন: মে ২১ থেকে জুন ২০। খরচ বাড়বে, তবে একই সঙ্গে আর্থিক উন্নতির পথও প্রশস্ত হবে। শুভ সংখ্যা- ৭, শুভ রঙ- নীল
advertisement
6/14
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। কাজে অবহেলা করলে বড় সমস্যায় পড়তে হতে পারে। শুভ সংখ্যা- ৮, শুভ রঙ- সাদা
advertisement
7/14
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। অন্যদের অতিরিক্ত ভরসা করলে ঠকতে হবে। শুভ সংখ্যা- ২, শুভ রঙ- লাল
advertisement
8/14
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে, অর্থাগমের পথ সুগম হবে। শুভ সংখ্যা- ৪, শুভ রঙ- হলুদ
advertisement
9/14
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বহু দিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে। শুভ সংখ্যা- ১, শুভ রঙ- পার্পল
advertisement
10/14
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে আফসোস করতে হবে। শুভ সংখ্যা- ৩, শুভ রঙ- সবুজ
advertisement
11/14
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে। শুভ সংখ্যা- ৯, শুভ রঙ- স্কাই ব্লু
advertisement
12/14
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অধৈর্য হলেই এখন লোকসান, স্বাস্থ্যের যত্ন নিতে হবে! শুভ সংখ্যা- ১১, শুভ রঙ- ব্রাউন
advertisement
13/14
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ব্যক্তিগত সম্পর্কের দিকে মন দিতে হবে, আত্মবিশ্বাস প্রয়োজন। শুভ সংখ্যা- ১৫, শুভ রঙ- পার্পল
advertisement
14/14
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আর্থিক দিক থেকে এই সময় অতীব লাভজনক সাব্যস্ত হবে। শুভ সংখ্যা- ১২, শুভ রঙ- সোনালি (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)