Wedding Date: মাঘের শুরু, ফেব্রুয়ারি-মার্চে বিয়ের দিন কবে কবে? জ্যোতিষীর থেকে জানুন
- Published by:Shubhagata Dey
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Wedding: মলমাসের সময় কোনও শুভ কাজ করা যায় না। তাই মলমাসের সময় সব ধরনের শুভকাজ করা নিষিদ্ধ। আজ থেকে আবার করা যাবে শুভ কাজ।
advertisement
1/8

*ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা যে কোনও শুভ কাজের জন্য বিশেষ তিথির খোঁজ করেন। এমনকী যে কোনও মাসে বিবাহ করাও বিধি সম্মত নয়। এজন্য বিশেষ তিথিও মেনে চলা প্রয়োজন। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*বিধি অনুযায়ী পৌষ মাসে হিন্দু বিবাহ নিষিদ্ধ। মাঘ, ফাল্গুন মাস থেকে আবার শুরু হবে বিবাহ মরশুম। আগামী ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির পরে, ভগবান সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে যাবেন। তার পরেই একমাস ধরে চলা মলমাস শেষ হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*সনাতন হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয়, এই মলমাসের সময় কোনও শুভ কাজ করা যায় না। তাই মলমাসের সময় সব ধরনের শুভকাজ করা নিষিদ্ধ। গত ১৬ ডিসেম্বর ভগবান সূর্য ধনু রাশিতে প্রবেশ করেছিলেন। ঠিক এক মাস পরে ১৫ জানুয়ারি তিনি ধনু রাশি থেকে বেরিয়ে আসবেন। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*এই পরিস্থিতিতে মলমাস কেটে যাবে এবং তার পর বিবাহের জন্য অনেক শুভ মুহূর্ত তৈরি হবে। মার্চ মাস পর্যন্ত বৈবাহিক অনুষ্ঠান সম্পন্ন করার সময় পাওয়া যাবে। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*জ্যোতিষী পণ্ডিত মনোহর আচার্য বলেন, মলমাস শেষ হওয়ার পর বিবাহের জন্য অনেক শুভ সময় তৈরি হচ্ছে। তিনি জানান, জানুয়ারি মাসে বিয়ের জন্য ১০টি শুভ সময় রয়েছে। আবার ফেব্রুয়ারি মাসে বিয়ের জন্য সর্বোচ্চ ১৫টি শুভ দিন তৈরি পাওয়া যাবে। এর পরে, মার্চ মাসেও বিবাহের জন্য ৫টি শুভ দিন রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*পণ্ডিত মনোহর আচার্য জানিয়েছেন আগামী ১৩ মার্চ ভগবান সূর্য আবার রাশি পরিবর্তন করবেন এবং পরবর্তী এক মাস আবার মলমাস হিসেবে বিবেচিত হবে। এরপর শুধুমাত্র ১৮ এপ্রিলের পর বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা যাবে। আগামী ১৩ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মলমাসের কারণে আর কোনও বিবাহের অনুষ্ঠান হবে না। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*এক নজরে দেখে নেওয়া যাক আগামী মার্চ মাস পর্যন্ত কোন কোন দিনগুলি বিবাহ কার্যের জন্য উপযুক্ত হতে পারে। ফেব্রুয়ারি মাসের ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১২, ১৩, ১৮, ১৯, ২৪, ২৫, ২৬ এবং ২৭ তারিখে বিবাহ এবং অন্য শুভ কাজ করা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*মার্চ মাসে মলমাস শুরু হওয়ার আগে পর্যন্ত ২, ৪, ৬, ৭ এবং ১১ তারিখটি বিবাহের জন্য শুভ বলে বিবেচিত হতে পারে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Wedding Date: মাঘের শুরু, ফেব্রুয়ারি-মার্চে বিয়ের দিন কবে কবে? জ্যোতিষীর থেকে জানুন