Numerology Special Article: ব্যবসা বাড়াতে চান? কিংবা কেরিয়ারে চূড়ান্ত সাফল্য অর্জন করতে চাইছেন? মুশকিল আসান করতে পারে সংখ্যাতত্ত্ব
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সংস্থা কিংবা ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের জ্ঞান উপযোগী হতে পারে। শুধু তা-ই নয়, এটা কেরিয়ারের লক্ষ্য নির্ধারণ করতেও সাহায্য করবে।
advertisement
1/7

সংখ্যার উপরে অনেক কিছুই নির্ভর করে থাকে। যদি বৈদিক জ্যোতিষশাস্ত্রের কথাই ধরা হয়, মূলত সেখানে ভাগ্যগণনা করা হয়ে থাকে গ্রহ-নক্ষত্রের অবস্থান ধরেই, কিন্তু জন্মের তারিখ এবং সঠিক ক্ষণ না জানতে পারলে কুণ্ডলীতে গ্রহ-নক্ষত্রের অবস্থান নির্ণয় করা যায় না।
advertisement
2/7
এই দুই কিন্তু সংখ্যার আওতাতেই পড়ে। এবার যদি সংখ্যাতত্ত্বের কথাই ওঠে, দেখা যাবে যে, সেখানেও ব্যক্তির নিজস্ব সংখ্যা রীতিমতো গুরুত্বপূর্ণ এক বিষয়।
advertisement
3/7
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
4/7
সংস্থা কিংবা ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের জ্ঞান উপযোগী হতে পারে। শুধু তা-ই নয়, এটা কেরিয়ারের লক্ষ্য নির্ধারণ করতেও সাহায্য করবে। এতে কেরিয়ার তো বটেই, সঙ্গে ব্যবসা থাকলে তারও উন্নতি হয়!
advertisement
5/7
আসলে ব্যবসায়িক কাজ এবং বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়ে ওঠে সংখ্যাতত্ত্ব। সেই কারণে ব্যবসার নাম, কাজের জায়গা, নিজেদের তৈরি করা পণ্য এবং সেই সংক্রান্ত জিনিসপত্র - সমস্ত কিছুই সংখ্যাতত্ত্ব অনুযায়ী নির্ধারণ করা জরুরি।
advertisement
6/7
নিজের জন্মতারিখের সাহায্যে জীবনের যে কোনও লক্ষ্য পূরণ করা সম্ভব। সেই সঙ্গে নিজের বাছাই করা কেরিয়ারের ক্ষেত্রেও সাফল্য লাভ করা সম্ভব হয়। আবার সংখ্যা ১ থেকে সংখ্যা ৩১ পর্যন্ত যে কোনও সংখ্যা জাতক-জাতিকাদের নিজেদের পেশাগত লক্ষ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। শুধু তা-ই নয়, দূরবর্তী স্থানে ভ্রমণ ছাড়াই নিজের বেছে নেওয়া কেরিয়ার-কাজকর্মের ক্ষেত্রেও সাফল্য অর্জন করা যাবে।
advertisement
7/7
নিজের সংস্থার নাম বেছে নেওয়ার ক্ষেত্রে কেউ যদি বাধা-বিপত্তির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে তা কাটানোর একটা উপায় রয়েছে। সংস্থার নামের যোগফল পুনঃসংশোধন করা উচিত। আর তার পর থেকেই জীবনে সমস্ত ভাল কিছু উপভোগ করা সম্ভব হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Numerology Special Article: ব্যবসা বাড়াতে চান? কিংবা কেরিয়ারে চূড়ান্ত সাফল্য অর্জন করতে চাইছেন? মুশকিল আসান করতে পারে সংখ্যাতত্ত্ব