Wall Clock Vastu Tips: ভুলেও বাড়ির 'এই' দিকের দেওয়ালে ঘড়ি না! স্থান বদলান আজই, হুহু করে আসবে টাকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Wall Clock Vastu Tips: বাস্তুবিদদের মতে আপনি যদি এই ধরণের কিছু নিয়ম পালন করেন বাড়ির ঘড়িটি নির্বাচনে ও তার জায়গা নির্বাচনে তাহলে কিন্তু জীবনের বহু বিপদ এড়িয়ে যাওয়া যায়।
advertisement
1/8

বাস্তুমতে বাড়িতে সৌভাগ্য-সুখ-শান্তি ধরে রাখতে প্রতিটা জিনিস বাস্তু মেনে স্থাপন করা উচিত। নাহলে জীবনে একের পর এক ঝামেলা-ঝঞ্ঝাট লেগেই থাকবে।
advertisement
2/8
বাস্তুশাস্ত্র মতে ঘরে দেওয়ালে ঘড়ি রাখা কী কী নিয়ম আছে। কারণ বাস্তুবিদদের মতে আপনি যদি এই ধরণের কিছু নিয়ম পালন করেন বাড়ির ঘড়িটি নির্বাচনে ও তার জায়গা নির্বাচনে তাহলে কিন্তু জীবনের বহু বিপদ এড়িয়ে যাওয়া যায়।
advertisement
3/8
১) বাস্তুমতে বলা হয়, ঘরের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি লাগান।
advertisement
4/8
২) পূর্ব অথবা উত্তর দিকের দেওয়ালে একেবারেই জায়গা না থাকে, তখনই পশ্চিম দিকের দেওয়ালে ঘড়ি লাগাতে পারেন। কিন্তু ভুলেও দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি লাগাবেন না। এর ফলে নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবাহিত হবে।
advertisement
5/8
৩) বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘড়ি কখনই দরজার উপরে ঝোলানো উচিত নয়। বলা হয়, দরজার উপরে ঘড়ি লাগালে আর্থিক ক্ষতি বাড়ে।
advertisement
6/8
৪) ঘড়ির সময় সর্বদা এক বা দুই মিনিট এগিয়ে রাখুন। একেবারে সঠিক সময় সেট করলে জীবনে বাধা-বিপত্তি আসে। স্লো ঘড়িও বাস্তু মতে অত্যন্ত অশুভ।
advertisement
7/8
৫) বন্ধ ঘড়ি কখনই ব্যবহার করবেন না, সঙ্গে সঙ্গে ব্যাটারি পরিবর্তন করুন। নাহলে আর্থিক অবনতি হয়। ঘড়ির কাঁচ যেন ঝাপসা বা ফাটল ধরা না হয়।
advertisement
8/8
৬) ঘড়ির রঙের দিকেও খেয়াল রাখুন। নীল, কালো ও কমলা রঙের ঘড়ি বাড়িতে রাখবেন না। গোল দেওয়াল ঘড়ি সবথেকে শুভ বলে মনে করা হয়। (Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Wall Clock Vastu Tips: ভুলেও বাড়ির 'এই' দিকের দেওয়ালে ঘড়ি না! স্থান বদলান আজই, হুহু করে আসবে টাকা