জাগ্রত লেক কালীবাড়িতে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো, মন্দির প্রাঙ্গণে গাড়ি পুজোর পর্ব
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এবছর লেক কালীবাড়ির বিশ্বকর্মা পুজো ২২ বছরে পড়ল৷
advertisement
1/6

যন্ত্রের দেবতা বিশ্বকর্মা৷ প্রতি বছর ১৭ সেপ্টেম্বর তাঁর আরাধনা হয়৷ মূলত কল কারখানা বা যেখানে যন্ত্র নির্ভর কাজ হয়, সেখানে এই পুজো হলেও বিভিন্ন মন্দিরে, পাড়ায় এই পুজোর রীতি রয়েছে৷
advertisement
2/6
বিশ্বকর্মা পুজোর দিনটিকে বিশেষ শুভ বলে গুরুত্ব দেওয়া হয়। যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন ব্যক্তিরাও পালন করুন দিনটি।
advertisement
3/6
লেক কালী বাড়িতেতে হল বিশ্বকর্মা পুজো৷ আরতি ও পুষ্পাঞ্জলীতে ভক্তদের ভিড় ছিল। যেহেতু এই পুজোর দিনে যানবাহন পুজোর চল রয়েছে তাই লেক কালীবাড়ির সামনে গাড়ির ভিড় ছিল৷ মন্দির প্রাঙ্গণে হল গাড়ি পুজোর পর্ব।
advertisement
4/6
এবছর লেক কালীবাড়ির বিশ্বকর্মা পুজো ২২ বছরে পড়ল৷ পুজোতে উপস্থিত ছিলেন প্রধান সেবাই চন্দ্র বসু।
advertisement
5/6
এর আগে লেক কালীবাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর দিন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পুজো অনুষ্ঠান করেন সেবাইত শ্রী নিতাই চন্দ্র বসু।
advertisement
6/6
গত ৩ বছর ধরে লেক কালীবাড়ির উল্টো দিকের মাঠে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এর আগে ১০ বছর পুজো হত মূল মন্দিরের ভিতরে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
জাগ্রত লেক কালীবাড়িতে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো, মন্দির প্রাঙ্গণে গাড়ি পুজোর পর্ব