TRENDING:

Vishwakarma Puja Rituals: নিজের গাড়ি-বাইক আছে? বিশ্বকর্মা পুজোয় এই কাজ করতে ভুলবেন না! রাস্তায় বিগড়ে যাবে না গাড়ি

Last Updated:
Vishwakarma Puja 2025: বিশ্বকর্মা পুজোর দিনে যানবাহন এবং সরঞ্জামের পুজো করতে হবে, যাতে তারা আপনাকে পথের মাঝখানে বা সময়ে বারবার প্রতারিত না করে।
advertisement
1/6
নিজের গাড়ি-বাইক আছে? বিশ্বকর্মা পুজোয় এই কাজ করতে ভুলবেন না! পুজোর শুভ সময়টা জানেন?
বিশ্বকর্মা পুজো হয় ১৭ সেপ্টেম্বর। এদিন বিভিন্ন মেশিন ও গাড়ির পুজো করার রীতিও প্রচলিত আছে। এখনকার দিনে আমরা প্রায় সবাই কোনও না কোনও মেশিন বা যন্ত্রাংশ ব্যবহার করি।
advertisement
2/6
কম্পিউটার, স্মার্টফোন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন আমাদের প্রায় সবার ঘরেই থাকে। বিশ্বকর্মা পুজোয় আপনি ব্যবহার করেন এমন সব মেশিনেরই পুজো করা উচিত। তা হলে এগুলি হঠাত্‍ খারাপ হয়ে গিয়ে আপনাকে বিপাকে ফেলবে না বলে মনে করা হয়। যাঁদের নিজস্ব গাড়ি আছে, বিশ্বকর্মা পুজোয় তাঁদের কয়েকটি কাজ অবশ্যই করা উচিত।
advertisement
3/6
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই নিজের গাড়ি পরিষ্কার করবেন। যদি নিজে পরিষ্কার করার সময় না পান, তাহলে অন্য কাউকে দিয়ে, বা যেখানে গাড়ি ধোওয়া হয় সেখানে গিয়ে একদিন আগে গাড়ি পরিষ্কার করে নিন। আর বিশ্বকর্মা পুজোর দিন একটা পরিষ্কার কাপড় দিয়ে একবার গাড়ি ভাল করে মুছে নিন।
advertisement
4/6
সব যন্ত্রে বিশ্বকর্মার বাস। তাই তাঁর পুজোর দিন আপনার গাড়িরও পুজো করুন। গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল, মালা ও চাল নিবেদন করে পুজো করুন। লাল ও হলুদ সুতোয় একটি সুপারি জড়িয়ে নিয়ে সেটি হাতে নিয়ে আপনার গাড়িকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করুন। এর ফলে আপনার গাড়িতে কোনও অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয়।
advertisement
5/6
বিশ্বকর্মা পুজোর দিন আপনার গাড়ি ভুলেও আর কাউকে ব্যবহার করতে দেবেন না। একে অশুভ বলে মনে করা হয়। এর ফলে গাড়ি নিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে।
advertisement
6/6
মনে রাখবেন গাড়ির পুজো করার সময় ইঞ্জিন একবার স্টার্ট দিয়ে নেবেন এবং বিশ্বকর্মার কাছে গাড়ি ভাল রাখার জন্য প্রার্থনা করবেন। এর ফলে আপনার গাড়ি কখনও মাঝরাস্তায় বিগড়ে গিয়ে আপনাকে সমস্যার মধ্যে ফেলবে না বলে প্রচলিত বিশ্বাস।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vishwakarma Puja Rituals: নিজের গাড়ি-বাইক আছে? বিশ্বকর্মা পুজোয় এই কাজ করতে ভুলবেন না! রাস্তায় বিগড়ে যাবে না গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল