Vishwakarma Puja 2023: তৈরি হচ্ছে সর্বার্থসিদ্ধি যোগ সহ ৪ টি দুরন্ত যোগ, সঠিক সময়ে পুজো করলেই দ্বিগুণ ফললাভ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোর শুভ সময় সকাল ১০:১৫ থেকে দুপুর ১২:২৬ পর্যন্ত। এটি এদিনের অভিজিৎ মুহূর্ত৷ সকাল ১১টা ৫১ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত এটি স্থায়ী হবে।
advertisement
1/6

: বিশ্বকর্মা পূজা প্রতি বছর কন্যা সংক্রান্তির দিনে পালিত হয়। এবার বিশ্বকর্মা পুজোর দিনে সর্বার্থ সিদ্ধি সহ ৪টি শুভ যোগ তৈরি হচ্ছে, যার কারণে এই দিনটি এবারও অধিক ফলদায়ী হবে। কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের মতে, এ বছর বিশ্বকর্মা পুজোর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, দ্বিপুষ্কর যোগ এবং ব্রহ্ম যোগ গঠিত হচ্ছে। এই চার শুভ যোগের কারণে ইচ্ছাপূরণ হবে সবার৷ সর্বার্থ সিদ্ধি যোগের সময় যে কাজ করা হয় তা সবসময় সফল প্রমাণিত হয়। এবারের বিশ্বকর্মা পুজোর তিথি, শুভ সময় এবং শুভ যোগ নিয়ে জোতিষাচার্য্যের অভিমত৷
advertisement
2/6
বিশ্বকর্মা পূজা এ বছর কবে? কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের মত- যে এই বছর কন্যা সংক্রান্তি ১৭ সেপ্টেম্বর রবিবার। সেই দিন কন্যা সংক্রান্তির মুহূর্ত হল দুপুর ০১:৪৩ মিনিটে। এই সময়ে সূর্য দেবতা কন্যা রাশিতে গমন করবেন। এই সময়েই ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পালন করা হবে। এই বছরের এই দিনটি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি।
advertisement
3/6
বিশ্বকর্মা পুজোর শুভ লগ্ন এবারের বিশ্বকর্মা পূজার দিনে চারটি শুভ যোগ তৈরি হচ্ছে। সেই দিন তৈরি হওয়া ব্রহ্ম যোগ সকাল থেকে পরের দিন ভোর ০৪:২৮ পর্যন্ত থাকবে এবং তারপরে ইন্দ্র যোগ শুরু হবে। ওই দিন সকাল ১০.০২টা পর্যন্ত হস্ত নক্ষত্র থাকে এবং তার পরে থাকে চিত্রা নক্ষত্র।
advertisement
4/6
বিশ্বকর্মা পুজোয় সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ সকাল ০৬:০৭ থেকে সকাল ১০:০২ পর্যন্ত। সেই দিন দ্বীপপুষ্কর যোগ সকাল ১০:০২ থেকে সকাল ১১:০৮ পর্যন্ত থাকবে। দ্বিপুষ্কর যোগে, যে কাজই করুন না কেন, ফল দ্বিগুণ হবে৷
advertisement
5/6
বিশ্বকর্মা পুজোর এবারের শুভ সময় কখন? বিশ্বকর্মা পুজোর শুভ সময় সকাল ১০:১৫ থেকে দুপুর ১২:২৬ পর্যন্ত। এটি এদিনের অভিজিৎ মুহূর্ত৷ সকাল ১১টা ৫১ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত এটি স্থায়ী হবে। এছাড়া একাধিক লগ্ন রয়েছে যখন বিশ্বকর্মা পুজো করলে তা ফলদায়ক হবে৷
advertisement
6/6
সকাল ০৭:৩৯ থেকে সকাল ০৯:১১ পর্যন্ত, এরপর সকাল ০৯:১১ থেকে সকাল ১০:৪৩, এরপর সকাল ১০:৪৩ থেকে দুপুর ১২:১৫, এবং তারপর বেলা ০১:৪৮ থেকে বেলা ০৩:২০ পর্যন্ত সবকটিই ভাল যোগ রয়েছে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vishwakarma Puja 2023: তৈরি হচ্ছে সর্বার্থসিদ্ধি যোগ সহ ৪ টি দুরন্ত যোগ, সঠিক সময়ে পুজো করলেই দ্বিগুণ ফললাভ