TRENDING:

Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোর দিন করুন ছোট্ট 'এই' কাজ, ফুলে-ফেঁপে উঠবে লোকসানে চলা ব্যবসাও

Last Updated:
Vishwakarma Puja 2023: ভুলেও করবেন না এই কাজ! ব্যাবসায় শ্রীবৃদ্ধি চাইলে মনের দরজা করতে হবে প্রসারিত, শুনুন কি বললেন জ্যোতিষি 
advertisement
1/7
বিশ্বকর্মা পুজোর দিন করুন ছোট্ট 'এই' কাজ, ফুলে-ফেঁপে উঠবে লোকসানে চলা ব্যবসাও
*বিশ্বকর্মা কে? আপনার ব্যাবসার শ্রীবৃদ্ধি ঘটবে যদি বিশ্বকর্মা পূজার দিন এই ছোট্ট কয়েকটি কাজ করেন। শাস্ত্র অনুযায়ী ব্রহ্মার মানস পুত্র সৃষ্টি শক্তির দেবতা বিশ্বকর্মা।
advertisement
2/7
*সমুদ্র মন্থনের সময় সৃষ্টি হয় বিশ্বকর্মার। আবার কোথাও উল্লেখ করা আছে, অগ্নি এবং বায়ুর পুত্র হলেন বিশ্বকর্মা, জানিয়েছেন বাঁকুড়ার জ্যোতিষ গ্রামের স্বনামধন্য জ্যোতিষী দেবব্রত চট্টোপাধ্যায়।
advertisement
3/7
*কবে বিশ্বকর্মা পুজো? ৩১ ভাদ্র বিশ্বকর্মা পুজো। প্রতি বছর দুর্গাপুজোর আগে বাঙালি মেতে ওঠে বিশ্বকর্মা পুজোয়। বিশ্বকর্মা পুজো দিয়েই যেন সূত্রপাত হয় দুর্গাপুজোর। এ বছর ১৮ সেপ্টেম্বর, সোমবার বিশ্বকর্মা পুজো।
advertisement
4/7
*এ দিন সকাল ১০:৩০ মিনিটের মধ্যে পুজো শেষ করার নিয়ম থাকলেও, রয়েছে অমৃত যোগ। অমৃত যোগ থাকায় ১১ঃ৪৭ পর্যন্ত বেড়েছে পুজোর সময়।
advertisement
5/7
*পুজোয় কী কী করবেন না? বিশ্বকর্মা পূজার দিন কোনোওভাবেই আমিষ খাওয়া চলবে না, জানিয়েছেন জ্যোতিষী। নিরামিষ খেয়ে নিষ্ঠা সহকারে বিশ্বকর্মা পুজো করলেই খুশি হবেন দেবতা।
advertisement
6/7
*কী করবেন? এ দিন ব্যাবসায়ীদের ঘর এবং ব্যবসার জায়গা পরিস্কার করতে হবে। চাকুরীজীবিদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাঁদের অফিস।
advertisement
7/7
*যাদের আর্থিক এবং ব্যবসায়িক শ্রী বৃদ্ধি প্রয়োজন, তাঁরা অবশ্যই ব্রাহ্মণ কিংবা গরীব দুঃখীদের সেবা করবেন। নর নারায়ন সেবা কিংবা দান ধ্যান করলেই মুখ তুলে তাকাবেন বিশ্বকর্মা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোর দিন করুন ছোট্ট 'এই' কাজ, ফুলে-ফেঁপে উঠবে লোকসানে চলা ব্যবসাও
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল