Vishwakarma Puja 2023: রাস্তায় বিগড়ে যাবে না বাইক,গাড়ি! বিশ্বকর্মা পুজোর দিন করুন ৪ কাজ, মিলবে সুফল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Vishwakarma Puja 2023: যাঁদের নিজস্ব গাড়ি বা বাইক আছে, বিশ্বকর্মা পুজোয় তাঁদের কয়েকটি কাজ অবশ্যই করা উচিত। তাহলে সংসারে আসবে শান্তি ও অর্থ।
advertisement
1/8

আসছে দুর্গাপুজো। সাজো সাজো রব চারদিকে, তারই আগে অবশ্য বিশ্বকর্মায় মেতে উঠবে বাংলার আনাচেকানাচে। দুর্গাপুজোর সূচনা যেন এই দেবতার পুজোর হাত ধরেই।
advertisement
2/8
সচরাচর ১৭ সেপ্টেম্বর করে প্রতিবছর বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। তবে, এই বছর বিশ্বকর্মা পুজো হচ্ছে ১৮ সেপ্টেম্বর। বাংলায় ৩১ ভাদ্র, সোমবার।
advertisement
3/8
বিশ্বকর্মাকে স্বর্গের ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। তাই কর্মসূত্রে বা পড়াশোনর জন্য মেশিনের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা বিশ্বকর্মা পুজো করে থাকেন। এদিন বিভিন্ন ধরনের মেশিনের পুজো ও গাড়ির পুজো করারও রীতি প্রচলিত আছে।
advertisement
4/8
যাঁদের নিজস্ব গাড়ি বা বাইক আছে, বিশ্বকর্মা পুজোয় তাঁদের কয়েকটি কাজ অবশ্যই করা উচিত। তাহলে সংসারে আসবে শান্তি ও অর্থ।
advertisement
5/8
১- বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই নিজের গাড়ি বা বাইক পরিষ্কার করুন। যদি নিজে পরিষ্কার করতে না পারেন, তাহলে অন্য কাউকে দিয়ে, বা যেখানে গাড়ি ধোওয়া হয়, সেখানে গিয়ে একদিন আগে গাড়ি পরিষ্কার করে নিন। আর বিশ্বকর্মা পুজোর দিন একটা পরিষ্কার কাপড় দিয়ে একবার নিজের গাড়ি মুছে নিন ভাল করে।
advertisement
6/8
২- বিশ্বকর্মা পুজোয় আপনার গাড়িরও পুজো করুন। গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল, ফুলের মালা ও চাল নিবেদন করে পুজো করুন। লাল ও হলুদ সুতোয় একটি সুপারি জড়িয়ে নিয়ে সেটি হাতে নিয়ে আপনার গাড়িকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য বিশ্বকর্মার কাছে প্রার্থনা করুন। এর ফলে আপনার গাড়ি বা বাইকে শুভ প্রভাব পড়ে বলে মনে করা হয়।
advertisement
7/8
৩- সম্ভব হলে বিশ্বকর্মা পুজোয় গাড়ি বের করবেন না। সেদিন আপনার গাড়িকে বিশ্রাম দিন। বিশ্বকর্মা পুজোর দিন আপনার গাড়ি আর কাউকে ব্যবহার করতে দেবেন না। একে অশুভ বলে মনে করা হয়। এর ফলে গাড়ি নিয়ে নানা সমস্যায় পড়তে হতে পারে আপনাকে ভবিষ্যতে।
advertisement
8/8
৪-মনে করে গাড়ির পুজো করার সময় ইঞ্জিন স্টার্ট দিয়ে নেবেন একবারের জন্য এবং বিশ্বকর্মার কাছে গাড়ি ঠিক রাখার জন্য প্রার্থনা করবেন। এর ফলে আপনার গাড়ি কখনও মাঝরাস্তায় বিগড়ে গিয়ে আপনাকে বিপদে ফেলবে না বলে মনে করা হয়। Disclaimer:উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vishwakarma Puja 2023: রাস্তায় বিগড়ে যাবে না বাইক,গাড়ি! বিশ্বকর্মা পুজোর দিন করুন ৪ কাজ, মিলবে সুফল