Vastu | What Not to Keep In Moneybag: জলের মত বেরিয়ে যাবে টাকা! ভুলেও মানিব্যাগে রাখবেন না 'এই' কয়েকটি জিনিস
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vastu | What Not to Keep In Moneybag: যদি অর্থ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে আর্থিক জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। বাস্তু মতে টাকা রাখার সঠিক নিয়ম কী? তারই উত্তর খুঁজেছে এই প্রতিবেদন।
advertisement
1/10

জীবনে আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধি কামনা করে থাকেন সমাজের প্রতিটি ব্যক্তিই। কার না ইচ্ছে হয় যে তাঁর ব্যাঙ্ক আর মানিব্যাগ দুই থাকুক একদম টাকা পয়সায় ভর্তি। কিন্তু জীবনের ও পেশাগত ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি নিজেদের শত চেষ্টা সত্বেও লাফিয়ে বাড়ছে খরচ। জলের মতো বেরিয়ে যাচ্ছে সব সঞ্চয়। কিছুতেই সামলানো যাচ্ছে না।
advertisement
2/10
অনেক ক্ষেত্রে দেখা যায় জীবনের একটা সময় বহু অর্থ উপার্জন করার পরেও পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে সক্ষম হন না বহু ব্যক্তি। আবার এমনও হয় কিছু ভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকা অন্য কারণেই যে মানিব্যাগটি ব্যবহার করছেন তাতে টাকা থাকছে না কোনওভাবেই।
advertisement
3/10
জ্যোতিষ মতে মনে করা হয় যে টাকা-পয়সা সঠিকভাবে রাখলে যে কোনও ব্যক্তির আর্থিক অবস্থা মজবুত হয়। অন্যদিকে, যদি অর্থ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে আর্থিক জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। বাস্তু মতে টাকা রাখার সঠিক নিয়ম কী? তারই উত্তর খুঁজেছে এই প্রতিবেদন।
advertisement
4/10
বাস্তুশাস্ত্র অনুসারে কিছু কিছু জিনিস পার্সে রাখা খুবই অশুভ। জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে এইসব জিনিসের উপস্থিতিতে টাকা বাঁচিয়ে রাখা যায় না, বরং বাড়তে থাকে খরচ। যেমন পুরনো কাগজ, বিল, রসিদ, পার্সের ভিতরে রাখা একদমই উচিত নয়।
advertisement
5/10
এই জিনিসগুলি পার্সে রাখলে রাহুর প্রভাব বাড়ে। যে কারণে ব্যয়ের ওপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। পার্সে রাখা অশুভ এইসব জিনিস সম্পর্কে না জানলে অজান্তেই নিজেই নিজের দুর্ভাগ্যের কারণ হতে পারেন আপনিও।
advertisement
6/10
বাস্তুশাস্ত্র অনুসারে এক্ষেত্রে লোহার বস্তু হইতে সাবধান! কোনও লোহার তৈরি জিনিস, বিশেষত ধারালো জিনিস বা ইস্পাতের ছুরি, ব্লেড ইত্যাদি কখনই পার্সে রাখা উচিত নয়। এ ছাড়া ওষুধও পার্সে রাখা উচিত নয়। মানিব্যাগে এই জিনিসগুলি রাখলে পকেটে টাকা থাকে না বলে বিশ্বাস করা হয়।
advertisement
7/10
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ছেঁড়া পার্স ব্যবহার কখনই করা উচিত নয়। আসলে মনে করা হয় ছেঁড়া বা খারাপ জিনিস শনি এবং রাহুর খারাপ প্রভাব বৃদ্ধি করে। তাই ছেঁড়া পার্স ব্যবহার করলে সেই মানুষের জীবনে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। সেইজন্য পার্স ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করা উচিত। ওই মানিব্যাগ আর ব্যবহার না করে শ্রেয়।
advertisement
8/10
এছাড়াও জ্যোতিষ শাস্ত্র মতে বিশ্বাস করা যে মানিব্যাগ বা পার্স থেকে খুচরো পয়সার ঝনঝন শব্দ আসা ভালো লক্ষণ নয়। ধন-সম্পদের আধার মনে করা হয় মানিব্যাগকে। তাই বিশ্বাস করা হয় এই শব্দ হলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং তাঁর আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হন সেই ব্যক্তি। তবে পার্সে সম্পদের দেবী মা লক্ষ্মীর ছবি রাখা শুভ বলে মনে করা হয়।
advertisement
9/10
জীবনে অর্থ প্রবাহ ধরে রাখতে সাহায্য করে মা লক্ষ্মীর ছবির উপস্থিতি এমনটাই মনে করেন জ্যোতিষবিদরা। বাস্তুশাস্ত্র অনুসারে টাকা সবসময় পার্সেই রাখা উচিত। বদলে টাকা পয়সা এখানে-ওখানে পড়ে থাকলে ঋণের সমস্যা বাড়তে পারে। তাই টাকা পয়সা যতটা সম্ভব গুছিয়ে রাখা উচিত।
advertisement
10/10
মনে করিয়ে দিই, এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল। এই তথ্যের সঙ্গে নিউজ ১৮ বাংলার কোনোরকম যোগ নেই।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu | What Not to Keep In Moneybag: জলের মত বেরিয়ে যাবে টাকা! ভুলেও মানিব্যাগে রাখবেন না 'এই' কয়েকটি জিনিস