Vastu Tips: বাড়িতে এই পাঁচ পাখি আসা সৌভাগ্যের প্রতীক! রাতারাতি ভিখারি থেকে রাজা হবেন! জানুন
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vastu Tips: বাড়িতে পায়রার বাসার গুরুত্ব সুখ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট। এতে মা লক্ষ্মীর কৃপাও মেলে।
advertisement
1/5

শাস্ত্রমতে পায়রাকে শুভ ও শান্তির প্রতীক বলে মনে করা হয়। বাড়িতে পায়রার বাসার গুরুত্ব সুখ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট। এতে মা লক্ষ্মীর কৃপাও মেলে। তবে পায়রার বাসা ঘর গৃহস্থকে নোংরা করতে থাকলে তা অশুভ ইঙ্গিত।
advertisement
2/5
জ্যোতিষবিদ সুকুমার রায় জানান, "বাড়িতে চড়ুই পাখির বাসা খুবই শুভ ইঙ্গিত দেয়। বাড়ির বারান্দায় বা জানলায় যদি চড়ুই পাখি বাসা বাঁধে তাহলে তা শুভ লক্ষণ। এর হাত ধরে মা লক্ষ্মীর কৃপা আসে বলে মনে করা হয়। চড়ুই পাখি বাড়ির পূর্ব দিকে বাসা বাঁধলে তা শুভ সংকেত দেয়।"
advertisement
3/5
হিন্দু পুরাণ ও শাস্ত্র অনুযায়ী, পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয়। যদি রাতের অন্ধকারে বাড়ির চারপাশে একটি পেঁচা দেখা মেলে তবে এর অর্থ সারা বছর ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে পূর্ণ। বাড়িতে পাখির বাসা তৈরি হলে বুঝতে হবে আর্থিক অবস্থা আরও মজবুত হতে চলেছে।
advertisement
4/5
বাড়ির আশেপাশে একজোড়া টিয়া পাখি দেখতে পেলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনার ভাগ্য খুলতে চলেছে। এমনকি বিবাহিত জীবনে গভীর প্রেম বৃদ্ধি করার লক্ষণ হিসেবেও ধরা হয়।
advertisement
5/5
গৃহে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা অত্যন্ত শুভ ও সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়। সুতরাং বাড়িতে পাখি বাসা বাঁধলে কখনই তা ভেঙে দেওয়া উচিৎ নয়। কারণ গৃহে তাদের আগমন থেকেই সৌভাগ্যের সূচনা হয়। ভবিষ্যৎ হয়ে ওঠে উজ্জ্বল।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: বাড়িতে এই পাঁচ পাখি আসা সৌভাগ্যের প্রতীক! রাতারাতি ভিখারি থেকে রাজা হবেন! জানুন