TRENDING:

Vastu tips with Bay Leaves: সংসার নরক! সস্তার তেজ পাতা ঘুচাবে অভাব-অনটন! প্রচুর টাকা পয়সায় ভরে উঠবে জীবন

Last Updated:
Vastu tips with Bay Leaves: বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ের ট্যারট কার্ড রিডার মিনাল। তাঁর মতে প্রদীপের আলোয় পোড়াতে হবে ১১ টি লবঙ্গদানা, ১টি তেজপাতা ও কর্পূরের দানা।
advertisement
1/7
সংসার নরক! সস্তার তেজ পাতা ঘুচাবে অভাব-অনটন! প্রচুর টাকা পয়সায় ভরে উঠবে জীবন
বাস্তু দোষ এমনই একটি সমস‍্যা যা ব্যক্তির জীবন বা পরিবারের থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি কেড়ে নিতে পারে। বাড়ির বাস্তু দোষ দূর করার একাধিক উপায়ের উল্লেখ পাওয়া যায়। নানান টোটকার পাশাপাশি কিছু মন্ত্র জপ করলে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
2/7
বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ের ট্যারট কার্ড রিডার মিনাল। তাঁর মতে প্রদীপের আলোয় পোড়াতে হবে ১১ টি লবঙ্গদানা, ১টি তেজপাতা ও কর্পূরের দানা।
advertisement
3/7
এই উপকরণগুলি প্রদীপের আলোয় পুড়িয়ে সেই ধোঁয়ায় শুদ্ধ করতে হবে ঘরের প্রতি কোণ। বিশ্বাস, এর ফলে দূর হবে অশুভ শক্তির প্রভাব।
advertisement
4/7
তেজপাতা পুড়িয়ে সেই ধোঁয়াও অশুভ শক্তি দূর করে। তাছাড়া এর প্রভাবে অস্থির মনও শান্ত হয়। বাস্তু মতে লবঙ্গদানা ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তু মতে খুবই শুভ। এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে। শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে।
advertisement
5/7
প্রতি শনিবার পোড়ান ৫ টি তেজপাতা। তার পর পুড়িয়ে নিন গোলমরিচের ৫ দানা। সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন। সব সমস্যা দূর করবে এই ধোঁয়ার প্রভাব। দাম্পত্য কলহ বন্ধ হবে।
advertisement
6/7
দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায়। বাস্তুশাস্ত্র মতে বালিশের নীচে রাখুন তেজপাতা। এতে দুঃস্বপ্নের সমস্যা কমবে। কাটবে অন্যান্য সমস্যাও।
advertisement
7/7
অনেক সময়েই দেখা যায় হাতে টাকা থাকছে না। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পায়ে তেজপাতা ছুঁইয়ে সেগুলি রাখুন পার্সে। অর্থাভাবের বিপত্তি দূর হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu tips with Bay Leaves: সংসার নরক! সস্তার তেজ পাতা ঘুচাবে অভাব-অনটন! প্রচুর টাকা পয়সায় ভরে উঠবে জীবন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল