TRENDING:

Vastu Tips: বাড়ির ৩ জিনিস সঠিক দিকে রাখুন, ঘরে সুখের বন্যা আসবে, দূর হবে সমস্ত বাস্তু দোষ

Last Updated:
বাড়িতে কোন জিনিস কোথায় রাখলে, ঘরে সুখ স্বাচ্ছন্দ বজায় থাকবে৷ জেনে নিন বাস্তু টিপস৷
advertisement
1/7
বাড়ির ৩ জিনিস সঠিক দিকে রাখুন, ঘরে সুখের বন্যা আসবে, দূর হবে সমস্ত বাস্তু দোষ
অনেকেই ঘর সাজানোতে বাস্তু শাস্ত্রকে অপরিসীম গুরুত্ব দেন৷ বাড়িতে বাস্তু দোষ থাকলে জীবনে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয়৷ মানসিক সমস্যা থেকে দাম্পত্য জীবনের সমস্যা, পরিবারের সদস্যদের ক্রমাগত অসুস্থতা-সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়৷ তাই বিয়ের পরবর্তী জীবন সুখকর করার জন্য অনেকেই বাস্তু শাস্ত্র মেনে ঘর সাজাতে চান৷
advertisement
2/7
ঘরে অহেতুক কলহ, পরিবারের সদস্যদের ঘন-ঘন অসুস্থ হওয়া বাস্তু দোষের কারণ হতে পারে৷ ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন সংসারে সুখ ও সমৃদ্ধির জন্য আপনার বাড়ির কিছু জিনিসের স্থান বদল করতেই হবে৷ আসুন দেখে নিই কোন জিনিসের স্থান বদল করতে হবে৷
advertisement
3/7
মন্দির, আয়না ও বিছানা ঘরের এই তিন জিনিস যেখানে-সেখানে রাখা একেবারেই উচিত নয়৷ হিতেন্দ্র কুমার শর্মা জানাচ্ছেন বাস্তু ধর্ম মতে এই তিনের স্থান নির্বাচন না করলেই সংসারে সমস্যা হতে পারে৷
advertisement
4/7
আপনার বাড়ির মন্দির যদি সঠিক দিকে না থাকে, তাহলে তা কিন্তু মারাত্মক বাস্তু দোষের কারণ হতে পারে৷ মন্দির সবসময় উত্তর বা উত্তর-পূর্ব দিক করেই রাখা উচিত৷ তবে চেষ্টা করুন মন্দিরের মধ্যে অন্তত একটা বাঁশি রেখে দিতে৷
advertisement
5/7
অনেকেই নিজের মতো করে আলো যেদিকে আসে, সেই মতো আয়না লাগায়৷ এতে ঘরে বাস্তু দোষ হয়৷ তাই চেষ্টা করুন পূর্ব বা উত্তরমূখী দেওয়ালে আয়না স্থাপন করতে৷ এবার একটা কর্পুর জালিয়ে এর থেকে তৈরি কাজল আয়নার পিছনে লাগিয়ে দিন৷ এতে নেতিবাচকতা দূর হয়৷
advertisement
6/7
নবদম্পতির খাট সব সময় উত্তর, পশ্চিম বা উত্তর পশ্চিমে রাখাই শুভ বলে মনে করা হয়৷
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: বাড়ির ৩ জিনিস সঠিক দিকে রাখুন, ঘরে সুখের বন্যা আসবে, দূর হবে সমস্ত বাস্তু দোষ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল