Tulsi Vastu Tips: সংসারে টাকা আসছে...বলে দেয় তুলসী গাছের ‘এই’ লক্ষণ! দেখুন কী বলছেন জ্যোতিষী
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পণ্ডিতদের দাবি, আগামিদিনে আমাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে, নাকি ঘনিয়ে আসছে ঘোর বিপদ, তাঁর আগাম আভাস দেয় তুলসী গাছ৷ এই প্রতিবেদনে দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল এই বিশেষ ‘চিহ্ন’ বা লক্ষণগুলি সম্পর্কে আমাদের বিস্তারিত ব্যাখ্যা দেবেন।
advertisement
1/8

হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। নিষ্ঠাভরে তুলসী মঞ্চে জল ঢাললে, নিয়মিত শুদ্ধ কাপড়ে পুজো করলে, সন্ধেবেলা প্রদীপ জ্বালালে গৃহলক্ষ্মী সন্তুষ্ট হন বলে মনে করা হয়৷
advertisement
2/8
জ্যোতিষ পণ্ডিতেরা বলে থাকেন, তুলসী গাছের নিত্যপুজা যে সংসারে হয়, সেখানে কখনও টাকার অভাব হয় না। কিন্তু, আপনি কি জানেন, তুলসী গাছ দেখেই ইঙ্গিত পাওয়া যায় আগামী দিন আপনার কেমন কাটতে চলেছে?
advertisement
3/8
পণ্ডিতদের দাবি, আগামিদিনে আমাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে, নাকি ঘনিয়ে আসছে ঘোর বিপদ, তাঁর আগাম আভাস দেয় তুলসী গাছ৷ এই প্রতিবেদনে দেওঘরের জ্যোতিষী এই বিশেষ ‘চিহ্ন’ বা লক্ষণগুলি সম্পর্কে আমাদের বিস্তারিত ব্যাখ্যা দেবেন।
advertisement
4/8
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগলের মতো, তুলসী গাছ হঠাৎ সবুজ পাতায় ভরে উঠলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধন-সম্পদ আসতে চলেছে।
advertisement
5/8
যদি তুলসী গাছের গোড়ায় ছোট ছোট দূর্বা ঘাস জন্মায়, তবে এটিও ঘরে সম্পদ বাড়ার লক্ষণ৷ শুভ সংবাদের আগমনের লক্ষণ হিসাবেও বিবেচিত হয় এই চিহ্নটি।
advertisement
6/8
যদি সময়ের আগেই তুলসী গাছে হঠাৎ মঞ্জরী দেখা দেয়, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই মঞ্জরী নিবেদন করুন।
advertisement
7/8
একই ভাবে, যদি হঠাৎ করেই তুলসী গাছের পাতা ঝরে যায়, তুলসী গাছ শুকিয়ে যায়, তুলসী গাছে মঞ্জরী আসা বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন, সংসারে কোনও বড় ধরনের ঝড় আসতে চলেছে৷
advertisement
8/8
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vastu Tips: সংসারে টাকা আসছে...বলে দেয় তুলসী গাছের ‘এই’ লক্ষণ! দেখুন কী বলছেন জ্যোতিষী