Vastu Tips: চাকরি ও ব্যবসায় আসবে ঢালাও উন্নতি! শুকনো লঙ্কার এই ঘরোয়া টোটকাই সংসারে করবে কামাল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vastu Tips: বাস্তুশাস্ত্র বলছে, লঙ্কা আপনার আর্থিক অবস্থাকে উন্নতির জন্য অনেক ভাবে সাহায্য করে এবং আপনাকে ঋণ মুক্ত হতে সাহায্য করে।
advertisement
1/6

বাস্তুশাস্ত্র মতে বা কিছু কিছু টোটকা রয়েছে যেগুলি যদি আপনি আপনার জীবনে ঠিকভাবে বিশ্বাসের সাথে মেনে চলতে পারেন তবে আপনি জীবনের বাধা বিপত্তি থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। যেকোনও হওয়া কাজ হচ্ছে না, বাঁধা যেন আপনার পিছু ছাড়ছে না, আর্থিক অনটনে লেগেই আছে, ব্যয়ের হাত থেকেও মুক্তি পাচ্ছেন না।
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্র বলে এগুলি সবই কোনও না কোনও গ্রহের প্রভাবে ঘটে জীবনে তাই আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিক পথে নিয়ে চলার জন্য দরকার কিছু টোটকা ও নিয়মের। জেনে নিন তেমনই কিছু টোটকার কথা।
advertisement
3/6
বহু প্রাচীনকাল থেকে শোনা যায় শুকনো লঙ্কা নজর তাড়াতে সাহায্য করে এবং যেকোনও কুদৃষ্টি থেকে মানুষকে রক্ষা করে। এছাড়াও লঙ্কার টোটকা আমাদের জীবনযাত্রায় পথ সুগঠিত করার জন্য অনেক ভাবে সাহায্য করে আসুন তবে জেনে নিন কী কিভাবে সাহায্য করে।
advertisement
4/6
১) আর্থিক- বাস্তুশাস্ত্র বলছে, লঙ্কা আপনার আর্থিক অবস্থাকে উন্নতির জন্য অনেক ভাবে সাহায্য করে এবং আপনাকে ঋণ মুক্ত হতে সাহায্য করে। আপনি যদি ৭টি লঙ্কাকে একটি হলুদ রঙের কাপড়ে মুড়িয়ে আপনার টাকা রাখার স্থানে রেখে দেন তবে কিছুদিনের মধ্যেই আপনি আপনার আর্থিক উন্নতি অনুভব করতে পারবেন এবং আপনার ব্যয়ও কমে যাবে। শুধু তাই নয়, ঋণ থেকে মুক্ত হতে পারবেন শুকনো লঙ্কার টোটকা দিয়ে।
advertisement
5/6
২) বাঁধামুক্ত- জীবনের বাধা যেন আপনার পিছু ছাড়ছে না। যেকোনো হওয়া কাজ হচ্ছেনা, একের পর এক বাঁধা চলে আসছে, সাফল্যের কাছে এসেও যেন আপনাকে বাঁধার মুখে পড়ে পিছিয়ে যেতে হচ্ছে। তবে আপনি এই টোটকাটি অনায়াসেই করতে পারেন। একটি তামার ঘটিতে এক ঘটি জল নিয়ে তার মধ্যে ২১ টি শুকনো লঙ্কার বীজ দিয়ে সারারাত সেটিকে ভিজিয়ে রাখুন এবং সকাল বেলায় আপনার কপালে ছুঁইয়ে রাস্তায় ফেলে দিন। একবার এই টোটকাটি করে দেখুন আপনি আপনার জীবনের সমস্ত বাঁধা থেকে মুক্তি পাবেন।
advertisement
6/6
একটি তামার ঘটিতে এক ঘটি জল নিয়ে তার মধ্যে ২১ টি শুকনো লঙ্কার বীজ দিয়ে সারারাত সেটিকে ভিজিয়ে রাখুন এবং সকাল বেলায় আপনার কপালে ছুঁইয়ে রাস্তায় ফেলে দিন। একবার এই টোটকাটি করে দেখুন আপনি আপনার জীবনের সমস্ত বাঁধা থেকে মুক্তি পাবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: চাকরি ও ব্যবসায় আসবে ঢালাও উন্নতি! শুকনো লঙ্কার এই ঘরোয়া টোটকাই সংসারে করবে কামাল