Vastu tips with Rose Petals: গোলাপগাছ এবং গোলাপ পাপড়ি দিয়ে মানুন এই বাস্তু টিপসগুলি, সংসারে উপচে পড়বে টাকা ও সুখ শান্তি
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Vastu tips with Rose Petals: গোলাপের সঙ্গে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস? গোলাপগাছ কোথায় কীভাবে রাখলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে, জেনে নিন।
advertisement
1/6

বাড়িতে গোলাপফুলের গাছ অনেকেরই থাকে। কেউ বাগানে রাখেন গোলাপগাছ, কেউ রাখেন টবে। জেনে নিন গোলাপের সঙ্গে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস। গোলাপগাছ কোথায় কীভাবে রাখলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে, জেনে নিন।
advertisement
2/6
সব সময় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন গোলাপগাছ। এছাড়া গোলাপ-সহ অন্যান্য লাল ফুলের গাছ রাখার জন্য দক্ষিণ দিকও শুভ। এতে বাড়ির বাসিন্দাদের সামাজিক সুঅবস্থান বজায় থাকে।
advertisement
3/6
গোলাপ গাছে কোনওদিন মাকড়সার ঝুল জমতে দেবেন না। শুকনো ফুল, হলুদ হয়ে যাওয়া পাতা ফেলে দিন গাছ থেকে।
advertisement
4/6
বৃহস্পতিবার মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করুন। পানপাতার উপর সাতটি গোলাপের পাপড়ি ফেলে মা লক্ষ্মীর সামনে রাখুন।
advertisement
5/6
শোওয়ার ঘরে কাচের পাত্রে জলে রাখুন গোলাপ পাপড়ি। সপ্তাহে এক দিন জল পাল্টে ফের তাতে নতুন গোলাপের পাপড়ি রাখুন।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu tips with Rose Petals: গোলাপগাছ এবং গোলাপ পাপড়ি দিয়ে মানুন এই বাস্তু টিপসগুলি, সংসারে উপচে পড়বে টাকা ও সুখ শান্তি