Vastu Tips : সূর্যাস্তের পর ঘরের এই কাজগুলি করলে ঋণের জালে ডুবে যাবেন, জানুন সুখী সংসারের বাস্তু টিপস
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Vastu Tips : বাস্তু টিপস অনুযায়ী বেশ কিছু কাজ আছে, যা সূর্যাস্তের পর করলে সংসারের ক্ষতি অনিবার্য। জেনে নিন সেই ঘরোয়া কাজগুলি কী কী।
advertisement
1/8

বাস্তু টিপস অনুযায়ী বেশ কিছু কাজ আছে, যা সূর্যাস্তের পর করলে সংসারের ক্ষতি অনিবার্য। জেনে নিন সেই ঘরোয়া কাজগুলি কী কী। জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউড অব অকাল্ট সায়েন্স অ্যান্ড ট্রু বাস্তু-র প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান গুরুদেব শ্রী কাশ্যপ।
advertisement
2/8
সূর্যাস্তের পর অশুভ শক্তির প্রকোপ বেড়ে যায়। শ্রী কাশ্যপের মতে, মেয়েরা সন্ধ্যায় চুল খুলে রাখলে বা রাতে খোলা চুলে ঘুমোতে গেলে তা অত্যন্ত অশুভ।
advertisement
3/8
যদি বাড়িতে দেবী লক্ষ্মীকে আবাহন করতে হয় তাহলে রাতে ঘুমোতে যাওয়ার সময় রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। কোনও বাসন এঁটো অবস্থায় রাখা চলবে না। না হলে সংসার ঋণের জালে জর্জরিত হতে হবে, মত শ্রী কাশ্যপের।
advertisement
4/8
সূর্যাস্তের পর কোনও সাদা জিনিস যেমন দুধ, নুন কাউকে দান করবেন না। দান করা যাবে না হলুদ এবং টকজাতীয় খাবারও। শ্রী কাশ্যপের মতে, এর ফলে আপনার উপর কুপিত হতে পারেন দেবী লক্ষ্মী।
advertisement
5/8
প্রচলিত বিশ্বাস, দেবী লক্ষ্মী রাতে প্রবেশ করেন গৃহস্থের গৃহে। তাই কখনওই রাতে চুল বা নখ কাটবেন না। এর ফলে দেবী রুষ্ট হতে পারেন। বলছেন শ্রী কাশ্যপ।
advertisement
6/8
রাতের বেলা কোনও সময় ঘরবাড়ি ঝাঁট দেবেন না। মনে করা হয়, এর ফলে সংসার থেকে সুখ শান্তি ও সমৃদ্ধি বিতাড়িত হয়। তাই ঘরবাড়ি সব সময় দিনের বেলা ঝাঁট দিয়ে পরিষ্কার করুন।
advertisement
7/8
আসলে বহু আগে প্রদীপের আলোয় আলোকিত হত ঘরবাড়ি। সে সময় বিদ্যুতের আলো ছিল না। তাই রাতে ঝাঁট দিলে দরকারি জিনিস ধুলোর সঙ্গে বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকত।
advertisement
8/8
শ্রী কাশ্যপের মতে, রাতে জামাকাপড় কাচলে পজিটিভ এনার্জির বদলে নেগেটিভ এনার্জি বেশি সক্রিয় হয়ে ওঠে। তাই বাস্তুশাস্ত্র মতে, জামাকাপড় কাচার কাজ করতে হবে সকালেই।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips : সূর্যাস্তের পর ঘরের এই কাজগুলি করলে ঋণের জালে ডুবে যাবেন, জানুন সুখী সংসারের বাস্তু টিপস