Vastu Tips: ঘরের বিছানা কোন দিকে রেখেছেন? ভুল দিকে মাথা রেখে ঘুমোচ্ছেন না তো? ঘরের সুখ-শান্তি সব ছারখার, কী বলছেন বিশেষজ্ঞ
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
ঘরের বিছানাও বাস্তুশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ বিষয়। ভুল ভাবে রাখলে স্বামী, স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে৷ প্রতিদিন কলহ লেগে থাকতে পারে৷ তাহলে প্রশ্ন হল ঘুমানোর সময় আপনার মাথা কোনদিকে থাকা উচিত? উত্তর দিলেন জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী নিউজ ১৮ কে জানিয়েছেন এই নিয়ে বিস্তৃত জানিয়েছেন৷
advertisement
1/7

সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক মতো রাখা ঘরের বস্তু েমন অশেষ সুখ-সমৃদ্ধি বয়ে আনতে পারে, তেমনই ভুলভাবে রাখা জিনিস, জীবনে সাংঘাতিক বিপর্যয় নেমে আসতে পারে।
advertisement
2/7
ঘরের বিছানাও বাস্তুশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ বিষয়। ভুল ভাবে রাখলে স্বামী, স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে৷ প্রতিদিন কলহ লেগে থাকতে পারে৷ তাহলে প্রশ্ন হল ঘুমানোর সময় আপনার মাথা কোনদিকে থাকা উচিত? শিশুদের ঘুমানোর জন্য কোনদিকটা ভাল? উত্তর দিলেন জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী নিউজ ১৮ কে জানিয়েছেন এই নিয়ে বিস্তৃত জানিয়েছেন৷
advertisement
3/7
পা কোনদিকে রাখা উচিতজ্যোতিষীর মতে বেডরুমের বিছানা সবসময় দক্ষিণ-পশ্চিম দিকে রাখা উচিত৷ বিছানাটি এমন ভাবে সাজান, যাতে হেডবোর্ডটি সবসময় আপনার দক্ষিণ দিকে থাকে৷ দক্ষিণ দিকে পা করে খবরদার ঘুমানোব না৷
advertisement
4/7
মাথা কোনদিকে রাখা উচিতসঠিক পথে মাথা রেখে ঘুম না হলে তা আপনার স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। তাই মাস্টার বেডরুমে ঘুমানোর সময় চেষ্টা করুন, যাতে আপনার মাথা সর্বদা দক্ষিণ বা পশ্চিম দিকে থাকে৷ খেয়াল রাখবেন, আপনার মাথা যেন উত্তর দিকে না থাকে। এতে ঘুমের মান কমে যায়। এছাড়াও, বাস্তুশাস্ত্রমতে এতে শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ে
advertisement
5/7
বিছানার যত্নবাস্তুশাস্ত্র অনুসারে, মনে রাখবেন বিছানা কখনই দেয়ালের সঙ্গে লাগানো উচিত নয়। বিশেষ করে যে কক্ষগুলি আয়তনের দিক থেকে ছোট, সেখানে বিছানা কখনই কোণের দিকে রাখা উচিত নয়। চেষ্টা করুন, আপনার বিছানা সবসময় ঘরের মাঝখানে রাখতে৷ এর ফলে কেবল বাস্তুশাস্ত্রে নয়, ঘরে চলাফেরা এবং পরিষ্কার করাও অনেক সহজ হয়।
advertisement
6/7
বাচ্চাদের বিছানা এই দিকে হওয়া উচিতবাস্তুশাস্ত্র অনুসারে শিশুদের মাথা সবসময় পূর্ব দিকে রাখা উচিত। মনে করা হয় এতে তাদের একাগ্রতা বাড়ে। শিশুদের জন্য দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকও ভাল। এই দিকে মাথা রেখে ঘুমালে তাদের মধ্যে ধীরে-ধীরে আধ্যাত্মিক প্রবণতা গড়ে ওঠে।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: ঘরের বিছানা কোন দিকে রেখেছেন? ভুল দিকে মাথা রেখে ঘুমোচ্ছেন না তো? ঘরের সুখ-শান্তি সব ছারখার, কী বলছেন বিশেষজ্ঞ