Vastu Tips: সংসারে খালি অশান্তি? খারাপ সময় কিছুতেই কাটছে না? ঘরে এই জিনিসগুলো রেখে দেননি তো! তাহলেই কিন্তু সর্বনাশ...
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Vastu Tips: ঘরে মরা গাছ রেখে দেননি৷ আরও দেখুন কী কী রাখলে সর্বনাশ নেমে আসবে সংসারে
advertisement
1/7

অনেকেই আজকাল বাস্তুতন্ত্র মতে ঘর সাজাচ্ছেন৷ এই শাস্ত্র বলছে কেবল ঘরের সৌন্দর্য বৃদ্ধি নয়, এমন ভাবে ঘর সাজাতে হবে, যাতে সংসারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে৷ সেই জন্য কিছু জিনিস যেমন ঠিক জায়গায় রাখা উচিত তেমনই কিছু কিছ জিনিসকে ঘর থেকে বিদায়ও দিতে হবে৷ দেখুন কী বলছেন বিশেষজ্ঞরা৷
advertisement
2/7
ঘরে অনেকেই বিভিন্ন ধরনমের গাছ লাগান৷ কিন্তু তারপর ভুলে যান৷ এটা করবেন না৷ গাছ শুকিয়ে গেলে ঘরে রাখবেন না৷ মরা গাছ ঘরে রাখলে বাস্তুমতে তা নেতিবাচক শক্তিকে নিয়ে আসে৷ সংসারে দুর্ভাগ্য ডেকে আনে৷
advertisement
3/7
আজকাল অনেকের বাড়িতেই শৌচাগারে কমোড থাকে। বাথরুমের সৌন্দর্য রক্ষা করার জন্য বা দুর্গন্ধ এড়াতে অনেকেই ঢাকনা বন্ধ করে রাখেন। এটাই দরকার। কখনও কমোডের ঢাকনা খুলে রাখবেন না। স্বাস্থ্যের জন্য তো বটেই, বাস্তুকারদের মতে ঢাকনা খোলা রাখলে পজিটিভ এনার্জি বেরিয়ে যায়। তাই কমোডের ঢাকনা কখনও খুলে রাখা উচিত নয়।
advertisement
4/7
অনেকেই বাড়ির ঢোকার পথটা তেমন খেয়াল রাখেন না৷ তা করবেন না৷ বাড়ির ঢোকার পথটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন৷ জিনমিসপত্র যত্রতত্র ছড়িয়ে রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি বাসা বাঁধে৷
advertisement
5/7
কোনও জিনিস খারাপ হয়ে গেলে অনেক সময় তা সেখানেই পড়ে থাকে৷ আর বদলানো বা ফেলে দেওয়া হয়ে ওঠে না৷ খারাপ টিভি, ঘড়ি, ওয়াশিং মেশিন কখনওই ঘরে রাখবেন না৷
advertisement
6/7
অনেক সময় কোনও শো পিস ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলেও মায়ার কারণে বা সময়ের অভাবে ফেলা হয়ে ওঠে না৷ এমন করলে কিন্তু মারাত্মক সময় আশার আশঙ্কা রয়েছে৷ তাই খারাপ হয়ে যাওয়া কিছু ঘরে বোঝাই করবেন না৷
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ও তার ব্যবহারিক প্রয়োগ করুন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: সংসারে খালি অশান্তি? খারাপ সময় কিছুতেই কাটছে না? ঘরে এই জিনিসগুলো রেখে দেননি তো! তাহলেই কিন্তু সর্বনাশ...