TRENDING:

শনিবার শনিবার রুটি দিয়ে করুন এই ছোট্ট 'কাজ'...! সৌভাগ্যের সোনালি সিঁড়িতে চড়বে ভাগ্য! বড়লোক হয়ে যাবেন রাতারাতি

Last Updated:
Vastu Tips: হুহু করে আসবে টাকা! খুলবে একের পর এক সৌভাগ্যের বন্ধ দরজা! রুটির 'এই' প্রতিকার প্রতি শনিবার করে দেখুন কী হয়। ভাগ্যের চাকা ঘুরবে ১৮০ ডিগ্রি!
advertisement
1/12
শনিবার শনিবার রুটি দিয়ে করুন এই ছোট্ট 'কাজ'! সৌভাগ্যের সোনালি সিঁড়িতে চড়বে ভাগ্য
ধর্মীয় বিশ্বাস অনুসারে, সপ্তাহের শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয়। রাশিতে শনির অবস্থান দুর্বল হলে একজন মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। শনিবার কিছু প্রতিকার করলে সেই শনিদোষ থেকে মুক্তি পেতে পারেন আপনি। শুধু জানতে হবে সঠিক 'উপায়'।
advertisement
2/12
ভারতীয় শাস্ত্রে সপ্তাহের সাত দিনই কোনও না কোনও দেবতাকে উৎসর্গ করা হয়। ঠিক তেমনই শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে শনিদেবের আরাধনা করা এবং জ্যোতিষশাস্ত্রীয় কিছু প্রতিকার করা একজন ব্যক্তির ভাগ্যকে উজ্জ্বল করতে পারে বলে মনে করেন জ্যোতিষবিদরা।
advertisement
3/12
জ্যোতিষ বিশেষজ্ঞ ড রাধাকান্ত ভাতসের কাছ থেকে জেনে নেওয়া যাক রুটি কিছু অলৌকিক প্রতিকার যা ভাগ্যের চাকা ঘুরে দেবে নিমেষে।
advertisement
4/12
যাঁদের রাশিতে শনি দোষ রয়েছে তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সঙ্গে যারা শনিদেবের প্রভাবে আছেন তাঁদেরও শনিবার করে শনিদেবের পূজা করা উচিত নিয়মিত।
advertisement
5/12
শনিবার শনিদেবকে সর্ষের তেল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এতে কুষ্ঠিতে থাকা শনির দোষের প্রভাব কমে। এছাড়াও, ব্যক্তির মুলতুবি কাজ দ্রুত সম্পন্ন হতে শুরু করে। নিমেষে মেলে সৌভাগ্যের চাবিকাঠি।
advertisement
6/12
এছাড়াও শনিবার কিছু প্রতিকার নিলে শনিদেব প্রভূতভাবে তাঁর আশীর্বাদ বর্ষণ করেন। বস্তু বিশেষজ্ঞদের মতে, শনিবার এই রুটির 'বিশেষ' প্রতিকার করলে ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয় ম্যাজিকের মতো।
advertisement
7/12
শনিবার রুটি দিয়ে এই প্রতিকার করুনজ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারের কথা বলা হয়েছে। সবচেয়ে সহজ সমাধান হল কুকুরকে রুটি খাওয়ানো। রুটিতে সর্ষের তেল লাগিয়ে শনিবার কুকুরকে খাওয়ালে ভগবান শনিদেব প্রসন্ন হয় এবং শনি দোষের প্রভাব কমায়। এই সমাধান অবলম্বন সাফল্যের পথ খুলে দেবে আপনার।
advertisement
8/12
ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান শনিদেবের বাহন কুকুর। কথিত আছে, শনিবার কুকুরকে রুটি খাওয়ালে শনিদেব প্রসন্ন হন।
advertisement
9/12
এতে ব্যক্তির জীবনে থাকা আর্থিক সমস্যাগুলি দূর হয় দ্রুত। সেই সঙ্গে যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে শনির সাদে সতী বা ধৈয়া চলছে, তাহলে অবশ্যই এই প্রতিকার করা উচিত।
advertisement
10/12
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার কুকুরকে সর্ষের তেল দিয়ে রুটি খাওয়ালে রাহু-কেতু সংক্রান্ত দোষ দূর হয়। এর পাশাপাশি কাল সর্প যোগে আক্রান্ত ব্যক্তিরও এই প্রতিকার করা উচিত।
advertisement
11/12
শনিবারে সামর্থ্য অনুযায়ী গরীব-দুঃখীকে দান করতে হবে। এটি অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। সম্ভব হলে, দান করা উরদ থেকে তৈরি ছোট রুটি শনিবার [কোনও অভাবীকে খাওয়াতে হবে।
advertisement
12/12
শনিদেবের আশীর্বাদ পেতে শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে তাঁর সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় তাতে কালো তিল দিতে ভুলবেন না যেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
শনিবার শনিবার রুটি দিয়ে করুন এই ছোট্ট 'কাজ'...! সৌভাগ্যের সোনালি সিঁড়িতে চড়বে ভাগ্য! বড়লোক হয়ে যাবেন রাতারাতি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল