Vastu Tips of Incense Sticks: সাবধান! সপ্তাহের 'এই' দুটো দিন ভুলেও জ্বালাবেন না ধূপকাঠি... সব শেষ! অশুভ শক্তির কোপে ছারখার হবে জীবন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Vastu Tips of Incense Sticks: বাস্তুশাস্ত্রে ধূপকাঠি ও প্রদীপ জ্বালানোর জন্য বিশেষ নিয়মের কথা উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় যে ঠাকুরকে সঠিক উপায়ে ধূপকাঠি দেখালে বাড়িতে সৌভাগ্য ফিরে আসে।
advertisement
1/6

সাধারণত, পুজো করার সময় বাড়ি হোক বা মন্দির ধূপকাঠি জ্বালানো হয়। শাস্ত্রে পুজোর সময় ধূপ জ্বালালে মন থাকে শান্ত। আধ্যাত্মিক চিন্তাভাবনায় মগ্ন থাকা যায়।
advertisement
2/6
বাস্তুশাস্ত্রে ধূপকাঠি ও প্রদীপ জ্বালানোর জন্য বিশেষ নিয়মের কথা উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় যে ঠাকুরকে সঠিক উপায়ে ধূপকাঠি দেখালে বাড়িতে সৌভাগ্য ফিরে আসে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয়।
advertisement
3/6
তবে, অনেকেই জানে না ধূপকাঠি জ্বালানোর সঠিক কিছু নিয়ম। পুজোর সময় কী কী খেয়াল রাখবেন, জেনে নিন তা-
advertisement
4/6
বাস্তুশাস্ত্র অনুযায়ী রবিবার ও মঙ্গলবারে বাঁশ জ্বালাতে নেই। ধূপের কাঠি বাঁশ থেকেই তৈরি হয়। তাই, সপ্তাহের এই দুই দিনে ধূপকাঠি জ্বালাতে নিষেধ করা হয়। এর ফলে ভাগ্যে নানা বাধা দেখা দেয় এবং সংসারে দারিদ্র্য দেখা দিতে পারে।
advertisement
5/6
বাড়ির দক্ষিণ দিকে ধূপকাঠি জ্বালিয়ে রাখা হয়, তাহলে সেটির ভাল প্রভাব পড়ে সংসারে। এতে ঘরে উপস্থিত নেতিবাচক বা অশুভ শক্তি দূর হয়।
advertisement
6/6
ধূপকাঠি না জ্বালিয়ে পুজো অসম্পূর্ণ। তবে, রবি বা মঙ্গলবারে বাড়িতে পুজো করতে হলে ধূপকাঠির বদলে প্রদীপ ও কর্পূর জ্বালাতে পারেন। এতে কোনও ক্ষতি হবে না। সংসারে সুখ বাজায় থাকবে। হবে অর্থলাভ। Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips of Incense Sticks: সাবধান! সপ্তাহের 'এই' দুটো দিন ভুলেও জ্বালাবেন না ধূপকাঠি... সব শেষ! অশুভ শক্তির কোপে ছারখার হবে জীবন