Vastu Tips for sleeping position: একের পর এক সমস্যায় ডুবছেন? ঘুমনোর সময়ে একটি ভুলেই তছনছ হতে পারে সব কিছু! সাবধান
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Vastu Tips for sleeping position: ভুল দিকে পা রেখে শুলে তার নেতিবাচক প্রভাব জীবনে পড়তে পারে। কিন্তু এ কথা অনেকেই জানেন না। ফলে তার ভোগ করতে হয় তাঁদের।
advertisement
1/5

অনেক সময়ে আমরা অজান্তেই এমন অনেক ভুল করি, যার ফল আমাদের ভোগ করতে হয়। যেমন ভুল দিকে পা রেখে শুলে তার নেতিবাচক প্রভাব জীবনে পড়তে পারে। কিন্তু এ কথা অনেকেই জানেন না। ফলে তার ভোগ করতে হয় তাঁদের। ঘুমনোর সময়ে কোন দিকে পা রাখা উচিত, জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ কৃষ্ণকান্ত শর্মা।
advertisement
2/5
দক্ষিণ দিকে পা রেখে ঘুমনো কখনওই উচিত নয়। কারণ এই দিক থেকে নেতিবাচক শক্তি জীবনকে প্রভাবিত করতে পারে। তাই দক্ষিণ দিকে পা রেখে না শোওয়াই ভাল।
advertisement
3/5
বাস্তু মতে, পূর্ব দিকেও পা রেখে শোওয়া উচিত নয়। কারণ পূর্ব দিকে সূর্য ওঠে। সেই দিকে পা রেখে ঘুমলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে।
advertisement
4/5
বাস্তু অনুযায়ী, অনেকে পূর্ব দিকে পা রেখে শুলে দুঃস্বপ্ন দেখেন। জীবনে হতাশা এবং ভয় নেমে আসে।
advertisement
5/5
বাস্তু মতে, উত্তর দিকে পা রেখে ঘুমনো ভাল। এতে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for sleeping position: একের পর এক সমস্যায় ডুবছেন? ঘুমনোর সময়ে একটি ভুলেই তছনছ হতে পারে সব কিছু! সাবধান