vastu Lifting Coins or Notes: রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা তুলেছেন? শুভ নাকি অশুভ? পথে টাকা পেলে কী করবেন জানেন!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
vastu Lifting Coins or Notes: এই অবস্থায় কী করা উচিত? কিছু লোক টাকাটি তুলে নিয়ে নিজের কাছে রাখেন, কেউ আবার অন্য কাউকে দিয়ে দেন। কেউ আবার দেখেও তোলেন না।
advertisement
1/10

হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা মিলল কয়েনের বা মুদ্রার। আপনি তুললেন, অথবা তুললেন না। এই ঘটনা প্রায় সিংহভাগ মানুষের সঙ্গেই ঘটেছে। কারও ক্ষেত্রে তো বারবার ঘটে থাকে এমন ঘটনা। পথে পড়ে থাকা টাকা খুঁজে পান অনেকেই। মুদ্রা না হয়ে নোটও হতে পারে।
advertisement
2/10
এমন ঘটনায় কারও মনে দ্বিধা তৈরি হয়, এই অবস্থায় কী করা উচিত? কিছু লোক টাকাটি তুলে নিয়ে নিজের কাছে রাখেন, কেউ আবার অন্য কাউকে দিয়ে দেন। কেউ আবার দেখেও তোলেন না।
advertisement
3/10
কিন্তু রাস্তায় পড়ে থাকা টাকা তোলা আদৌ উচিত কি? রাস্তায় পড়ে থাকা টাকা খুঁজে পাওয়া শুভ না অশুভ? সেই উত্তর দিচ্ছেন ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
advertisement
4/10
রাস্তায় পড়ে থাকা কয়েন খুঁজে পাওয়া খুব শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে বলা আছে, রাস্তায় পড়ে থাকা একটি মুদ্রা পাওয়া মানে আপনি আপনার পূর্বপুরুষদের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত।
advertisement
5/10
এর উপর যদি কেউ পরিশ্রম করেন, তাহলে অবশ্যই তাতে সফলতা পাবেন। চিন দেশে টাকা বা কয়েনকে শুধু লেনদেনের একটি রূপ হিসেবেই দেখা হয় না, এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়।
advertisement
6/10
বাস্তুশাস্ত্র অনুসারে, ধরে নেওয়া যাক, বেশ গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন কেউ। আর যাত্রাপথে একটি মুদ্রা বা নোট পড়ে থাকতে দেখেন, তবে এটি একটি লক্ষণ যে সেই কাজে সাফল্য পাবেন সেই ব্যক্তি।
advertisement
7/10
ধরে নেওয়া যাক, কেউ কাজ থেকে বাড়ি ফিরছেন, তিনি যদি রাস্তায় টাকা পড়ে থাকতে দেখতে পারেন, তাহলে এটি একটি লক্ষণ যে আপনার জীবনে খুব তাড়াতাড়িই আর্থিক লাভ হতে চলেছে।
advertisement
8/10
রাস্তায় কিছু টাকা পড়ে থাকলে তা তুলে নিয়ে ধর্মীয় স্থানে দান করুন বা আপনার টাকার ব্যাগে অথবা বাড়ির কোথাও রাখতে পারেন, কিন্তু বাস্তু অনুসারে তা খরচ করা উচিত নয়।
advertisement
9/10
যদি কোনও ব্যক্তি রাস্তায় মুদ্রা পড়ে থাকতে দেখতে পান, তবে এই ঘটনা নতুন কাজ শুরুর ইঙ্গিত দিচ্ছে। শুধু তা-ই নয়, সেই কাজে আপনি সাফল্য এবং অর্থ দুই’ই পাবেন।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
vastu Lifting Coins or Notes: রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা তুলেছেন? শুভ নাকি অশুভ? পথে টাকা পেলে কী করবেন জানেন!