Vastu Dosh: বাড়িতে আচমকা 'এই' সমস্যা হচ্ছে? কোনও সঙ্কেত দেখা দিচ্ছে? বাস্তু দোষে তছনছ হবে সংসার, জানুন প্রতিকার
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Vastu Dosh: বাস্তু দোষে উন্নতি থমকে যায়। রোগও বাসা বাঁধতে শুরু করে। বিয়ে এবং সন্তান সংক্রান্ত বিষয়ে সমস্যা লেগেই থাকে। বাস্তুদোষ রয়েছে এমন স্থানে ঝগড়া-বিবাদও পিছু ছাড়ে না। পরিবারে বংশবৃদ্ধিও হয় না।
advertisement
1/9

*বাস্তুশাস্ত্রের প্রতি ভারতবাসীদের অগাধ শ্রদ্ধা রয়েছে। নিজের বাসভবনের ক্ষেত্রেই হোক কিংবা ব্যবসা করার জন্য দোকানের ক্ষেত্রেই হোক, বাস্তুশাস্ত্র মেনে চলতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। কারণ এসব ক্ষেত্রে বাস্তুদোষ থাকলে কিন্তু সেটা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*নিজের বাড়িতে কিংবা ব্যবসাস্থলে বাস্তু সংক্রান্ত ত্রুটি আছে কি না, সেটা বোঝার উপায় কী? আর তা থাকলে কীভাবেই বা সেটার সমাধান করা যাবে? এখানেই শেষ নয়, কোন জিনিসটি কোথায় রাখা উপযুক্ত? এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে শুনতে হবে জ্যোতিষী পণ্ডিত হৃদয় রঞ্জন শর্মার পরামর্শ। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*জ্যোতিষী পণ্ডিত হৃদয় রঞ্জন শর্মা বলেন, যেখানে বাস্তু দোষ থাকে, সেখানেই উন্নতি যেন থমকে যায়। রোগও বাসা বাঁধতে শুরু করে। বিয়ে এবং সন্তান সংক্রান্ত বিষয়ে সমস্যা লেগেই থাকে। বাস্তুদোষ রয়েছে এমন স্থানে ঝগড়া-বিবাদও পিছু ছাড়ে না। পরিবারে বংশবৃদ্ধিও হয় না। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*জ্যোতিষী পণ্ডিত হৃদয় রঞ্জন শর্মার বক্তব্য, প্রবাহমান জলধারায় মাছ রেখে দেওয়া কিংবা খালে বা পুকুরে মাছ ছেড়ে দেওয়া, কুকুর অথবা পিঁপড়েদের খাবার দেওয়া, মেয়েদের বিয়ে দেওয়া, শিক্ষার জন্য দান করা, পশু-পাখির সেবা করা, ভগবান সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন, তর্পণ করা ইত্যাদি কাজের মাধ্যমে অনেকটা উপকার পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*বাড়ির সদর দরজা কোন দিকে থাকা উচিত? জ্যোতিষী পণ্ডিত হৃদয় রঞ্জন শর্মা বলেন যে, বাড়ির মূল প্রবেশদ্বার পূর্ব দিকে হলে এর রঙ কমলা অথবা সোনালি হওয়া উচিত। আবার বাড়ির মূল দরজা কখনওই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*যদি বাড়ির মূল দরজাটি উত্তর দিকে থাকে, তাহলে এর রঙ নীল অথবা আকাশি নীল হওয়া উচিত। আর বাড়ির সদর দরজাটি যদি পশ্চিম দিকে থাকে, তাহলে রঙ হওয়া উচিত সাদা কিংবা হালকা হলুদ। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*জ্যোতিষী পণ্ডিত হৃদয় রঞ্জন শর্মা জানিয়েছেন যে, বাড়ির দক্ষিণ, পশ্চিম কিংবা দক্ষিণ-পশ্চিম দিকে সিঁড়ি থাকা উচিত। সর্বদা বিজোড় সংখ্যক সিঁড়ি রাখতে হবে। সাধারণত, একটি বাড়িতে ১৭টি সিঁড়ির ধাপ থাকলে তাকে শুভ বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*সিঁড়ির নীচে স্টোর রুম অথবা সুইচ রুম তৈরি করা যেতে পারে। তবে সিঁড়ির তলায় দোকান, শৌচাগার, ঘরের বিছানা বা বসার ব্যবস্থা না থাকাই উচিত। সিঁড়ি কখনওই বাড়ি অথবা দোকানের মাঝখানে বা ব্রহ্ম স্থানে বানানো উচিত নয়। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*জ্যোতিষী পণ্ডিত আরও বলেন যে, বাড়ির উত্তর-পূর্ব দিকে একটি মন্দির তৈরি করতে হবে। এই দিশায় ভগবান শিবের মূর্তি বা শিবলিঙ্গ স্থাপন করা সবচেয়ে শুভ। মন্দিরের দরজা পূর্ব বা দক্ষিণ দিকে হওয়া উচিত। সেখানে ছবি বা ভাস্কর্য রাখা যেতে পারে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Dosh: বাড়িতে আচমকা 'এই' সমস্যা হচ্ছে? কোনও সঙ্কেত দেখা দিচ্ছে? বাস্তু দোষে তছনছ হবে সংসার, জানুন প্রতিকার