Vastu Tips: ঘরের দেওয়ালে এই রঙের সাত ঘোড়ার ফটো লাগান, শান্তি ফিরল বলে, টাকা আসবে ঝমঝম করে
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Vastu Tips: ঘরের দেওয়ালে সাতটি সাদা ঘোড়ার ছবি শুভ ফল দেয়! কিন্তু কোন দিকে টাঙাতে হবে জানুন
advertisement
1/5

হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রে ৭ নম্বর অত্যন্ত শুভ। সপ্তঋষি, রামধনুর সাতটি রং, সপ্তপদী এ সবই অত্যন্ত শুভ মনে করা হয়। তাই সাতটি গতিশীল ঘোড়ার ছবি দেওয়ালে টাঙানো তাৎপর্যপূর্ণ। সুস্মিতা গোস্বামী
advertisement
2/5
ঘরে সাদা রঙের ৭টি ঘোড়ার ছবি রাখা খুব শুভ। কারণ সাদা রঙ শান্তির প্রতীক। এটি ব্যক্তির সাফল্য এবং উন্নতিতে সাহায্য করে। ঘরে সর্বদা শান্তি বজায় থাকে। সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
বাস্তু অনুসারে, ৭টি ঘোড়ার ছবি দক্ষিণ দিকে লাগানো অত্যধিক শুভ। এর ফলে যশ, খ্যাতি ও সাফল্য লাভ হয়। চাকরি, ব্যবসায় উন্নতি হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ওপর এর শুভ প্রভাব পড়ে। সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
দৌড়ানো ঘোড়া হল গতির প্রতীক। এমন জায়গায় এই ছবি রাখতে হবে, যেখানে মানুষের বেশি আনাগোনা লেগে থাকে। বার বার এই ছবি দেখলে কার্যপ্রণালী উন্নত হয়। বাড়ির বসার ঘরে, স্টাডি রুমে বা কাজের জায়গাতে রাখা যেতে পারে। সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
বাড়ির পূর্ব দিকে সাতটি ঘোড়ার ছবি রাখলে এটি কর্মজীবন বৃদ্ধির দিকে নিয়ে যায় এবং স্থবির কার্যকলাপ গতি পাবে এবং আপনার অগ্রগতিতে সহায়তা করবে। তবে এই ৭ টি ঘোড়ার ছবি কখনোই বেডরুমে রাখা উচিৎ নয়। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: ঘরের দেওয়ালে এই রঙের সাত ঘোড়ার ফটো লাগান, শান্তি ফিরল বলে, টাকা আসবে ঝমঝম করে