Vastu Tips: কখন ধুচ্ছেন জামাকাপড়? এইসময় ধুলেই চরম সর্বনাশ! সাবধান করলেন বিশেষজ্ঞ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কিন্তু কখন ধুচ্ছেন জামাকাপড়? জানেন কি বাস্তুশাস্ত্রমতে কোন সময় জামাকাপড় ধোয়া উচিত?
advertisement
1/8

রবিবার মানেই সপ্তাহ জুড়ে জমে থাকা নোংরা জামাকাপড় ধুয়ে ফেলার দিন। অনেকে আবার সপ্তাহের মাঝে অন্যদিন গুলিতেও ধুয়ে থাকেন জামাকাপড়। কিন্তু কখন ধুচ্ছেন জামাকাপড়? জানেন কি বাস্তুশাস্ত্রমতে কোন সময় জামাকাপড় ধোয়া উচিত?
advertisement
2/8
বাস্তুশাস্ত্র পরামর্শক জানালেন ভুল সময় জামাকাপড় ধুলে তাঁর নেতিবাচক প্রভাব পড়ে আমাদের জীবনেও। জামাকাপড় পরিষ্কার করার আগে তাই জেনে নিন ধোয়ার সঠিক সময়।
advertisement
3/8
বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে কাজ করলে সংসারে সুখ শান্তির শুভাগম হয়। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানালেন জামাকাপড় কোন সময় ধোয়া একেবারেই উচিত নয়। এতে ভাগ্যে দুর্গতি আসে।
advertisement
4/8
জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানালেন, রাতে কাপড় ধোয়া ঠিক নয়। রাতে কখনওই জামাকাপড় ধোয়া একেবারেই উচিত নয়। কিন্তু কেন? তাও জানালেন জ্যোতিষী।
advertisement
5/8
বাস্তুশাস্ত্র অনুসারে, কাপড় সর্বদা সূর্যের উপস্থিতিতে ধোয়া উচিত এবং সূর্যের আলোতে শুকানো ভাল। এটি করার পিছনে কারণ হল সূর্যের আলো জামাকাপড় থেকে নেতিবাচক শক্তি নষ্ট করে।
advertisement
6/8
যখন আমরা সেই পোশাক পরি, তখন সূর্যের শক্তি এবং সূর্য শক্তির ইতিবাচকতা আমাদের প্রভাবিত করে বলেই জানালেন পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
advertisement
7/8
বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে নেতিবাচক শক্তি প্রচুর পরিমাণে বিরাজ করে। রাতে কাপড় ধুয়ে বাইরে শুকিয়ে নিলে নেতিবাচক শক্তি আমাদের জামাকাপড়ে প্রবেশ করে। এই নেতিবাচক শক্তি কোনওভাবেই আমাদের জন্য ভাল নয়। বলে সাবধান করলেন জ্যোতিষ পণ্ডিত।
advertisement
8/8
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: কখন ধুচ্ছেন জামাকাপড়? এইসময় ধুলেই চরম সর্বনাশ! সাবধান করলেন বিশেষজ্ঞ