Vastu Tips for Washing Clothes: অফিসের তাড়ায় রাতেই সেরে ফেলছেন এই কাজ! অজান্তে বিপদ ডেকে আনছেন না তো? জানুন বাস্তুর নিয়ম
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vastu Tips for Washing Clothes: রাতে বা সূর্যাস্তের পর কাপড় ধোওয়া কি শুভ? জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জানুন কেন রাতে কাপড় ধোওয়া ও শুকানো নিষিদ্ধ
advertisement
1/6

দৈনন্দিন জীবনে মানুষের কাজের মাঝে দরকারি কাজ হল নোংরা জামাকাপড় রাতেই কেচে নেওয়া হয়। তবে বাস্তুশাস্ত্রে এই কাজকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় না। বাস্তু অনুসারে কাপড় ধোওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে, সেখানে বলা হয়েছে, রাতে ময়লা জামাকাপড় ধোওয়া নিষিদ্ধ ও অশুভ।
advertisement
2/6
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, ব্যস্ততম জীবনে একটু ফুরসত্‍ পেতে ঘরোয়া কাজগুলি আগের রাতেই সেরে ফেলা হয়। সবচেয়ে দরকারি কাজ হল নোংরা জামাকাপড় রাতেই কেচে নেওয়া হয়। তবে বাস্তুশাস্ত্রে এই কাজকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় না। বাস্তু অনুসারে কাপড় ধোওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে, সেখানে বলা হয়েছে, রাতে ময়লা জামাকাপড় ধোওয়া নিষিদ্ধ ও অশুভ।
advertisement
3/6
নেতিবাচক শক্তি প্রবেশ করেঃ বাস্তুশাস্ত্রে রাতে কাপড় ধোওয়াকে অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে কাপড় ধোওয়ার ফলে নেতিবাচক শক্তি জামাকাপড়ের মধ্যে প্রবেশ করে। যখন সেই কাপড় পরিধান করা হয়, তখন একই শক্তি আমাদের শরীরে মধ্যে প্রবেশ করে, যার প্রভাব আমাদের জীবনে প্রভাব পড়ে।
advertisement
4/6
সূর্যাস্তের পর কাপড় ধোবেন নাঃ রাতে কাপড় ধোওয়া বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ। বাস্তুশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পর খোলা আকাশের নীচে কাপড় শুকাতে দিলে নেতিবাচক শক্তি কাপড়ে প্রবেশ করে, তাতে সব কাজে সাফল্য পাবেন অনায়াসে।
advertisement
5/6
জীবাণু নিকেশ হয় নাঃ রাতে কাপড় ধীরে ধীরে শুকিয়ে গেলে সূর্যের সরাসরি আলো পায় না, যার কারণে ক্ষতিকর জীবাণু পোশাকের মধ্যে থেকেই যায়। সেই প্রভাব আছড়ে পড়ে শরীরের উপরই। তাই রাতে ধোওয়া পোশাক সকালে পরা হলে তা শরীরে সঙ্গে মিশে যায়, রোগের কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
6/6
অন্তর্বাস বাইরে রাখবেন নাঃ বাস্তুশাস্ত্রে অন্তর্বাস সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে অন্তর্বাস কখনওই বাইরে শুকনো করা উচিত নয়। এর ফলে ঘরের সুখ-সমৃদ্ধি হ্রাস পায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Washing Clothes: অফিসের তাড়ায় রাতেই সেরে ফেলছেন এই কাজ! অজান্তে বিপদ ডেকে আনছেন না তো? জানুন বাস্তুর নিয়ম