Vastu Tips For Tulsi: ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Vastu Tips For Tulsi: তুলসি গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়
advertisement
1/9

শাস্ত্র মতে তুলসী গাছের বিরাট গুরুত্ব রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসি গাছের দেখা মেলে। তুলসি গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। (প্রতীকী ছবি)
advertisement
2/9
বাস্তুশাস্ত্রেও তুলসি গাছকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। শাস্ত্র অনুসারে তুলসী গাছ লাগানোর সময় অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/9
হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, তুলসী গাছের কাছে কিছু গাছ লাগানো উচিত নয়। ভোপালের বাসিন্দা জ্যোতিষাচার্য বিনোদ সোনি পোদ্দার এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/9
ক্যাকটাস গাছ: তুলসি গাছের কাছে কখনই ক্যাকটাস গাছ লাগাবেন না। ক্যাকটাস গাছ লাগানো খুবই অশুভ বলে মনে করা হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/9
শাস্ত্র মতে, ক্যাকটাসকে রাহুর প্রতীক মনে করা হয়। তুলসি গাছের কাছে লাগালে ঘরে নেতিবাচকতা আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/9
কাঁটাযুক্ত গাছ: শুধু ক্যাকটাস গাছ নয়, তুলসি গাছের কাছে কোনো কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/9
শমী গাছ: ভুল করেও তুলসি গাছের কাছে শমী গাছ লাগানো উচিত নয়। বিশ্বাস অনুসারে, তুলসি গাছ থেকে কমপক্ষে ৪-৫ফুট দূরে একটি শমী গাছ থাকা উচিত। (প্রতীকী ছবি)
advertisement
8/9
তুলসি গাছের কাছে কোনও ঘন-কাণ্ডের ছায়াযুক্ত গাছ লাগানো উচিত নয়। ছায়াযুক্ত গাছ লাগানোর ফলে তুলসীর বৃদ্ধি থেমে যায়। তাই ভুল করেও তুলসী গাছের কাছে ঘন ডালপালাযুক্ত ছায়াময় গাছ লাগাবেন না।(প্রতীকী ছবি)
advertisement
9/9
প্রতিবেদনে থাকা সমস্ত তথ্যই জ্যোতিষের নিজস্ব। নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্যই নিশ্চিত করে না।(প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips For Tulsi: ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন