Tulsi Vastu Tips: খবরদার...! 'এই' জায়গায় তুলসী গাছ রেখেছেন? নিমেষে সব তছনছ! চরম আর্থিক সঙ্কট কাঙাল করে দিতে পারে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tulsi Vastu Tips: অফিস টেবিল বেশ কিছু গাছ রাখা শুভ। তবে তুলসী গাছ লাগানো এটা আদৌ শুভ না অশুভ তা অনেকেই জানে না।
advertisement
1/7

তুলসী গাছ বাড়িতে লাগানো খুবই শুভ৷ অনেককে আবার অফিসের টেবিলে তুলসী গাছ রাখতে দেখা যায়। অফিস টেবিল বেশ কিছু গাছ রাখা শুভ। তবে তুলসী গাছ লাগানো এটা আদৌ শুভ না অশুভ তা অনেকেই জানে না।
advertisement
2/7
তুলসী গাছ বাড়িতে লাগানো খুবই শুভ৷ অনেককে আবার অফিসের টেবিলে তুলসী গাছ রাখতে দেখা যায়। অফিস টেবিল বেশ কিছু গাছ রাখা শুভ। তবে তুলসী গাছ লাগানো এটা আদৌ শুভ না অশুভ তা অনেকেই জানে না।
advertisement
3/7
বাস্তুশাস্ত্র অনুসারে অফিসের ডেস্কে কিছু গাছ রাখা উচিত নয়। তার মধ্যে একটি হল তুলসী গাছ। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
advertisement
4/7
বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসী গাছটি পুণ্যের কারণে অফিসের ডেস্কে রাখা ঠিক নয়। তুলসী গাছের পুজো করা খুবই জরুরি। কিন্তু অফিসে সময়ের কারণে পুজো করা সম্ভব হয় না। এতে ক্ষতি হতে পারে৷
advertisement
5/7
পুজোর সময় বাড়িতে তুলসি গাছও বসানো হয়। এছাড়া তুলসীর একটা নিজস্ব জায়গা আছে, যা বারবার বদলানো উচিত নয়। এটি করা অশুভ, তাই অফিসের টেবিলে রাখা ঠিক নয়।
advertisement
6/7
তুলসী গাছ, যা আমরা প্রত্যেকের বাড়িতে পুজো করা হয়। কিন্তু অফিসে এটা সম্ভব নাও হতে পারে। আপনার জন্য তুলসী প্রতিষ্ঠা করা প্রয়োজন, নিয়ম অনুযায়ী পুজো করা প্রয়োজন, এটি না করলে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।
advertisement
7/7
যদি আপনি নিয়ম অনুযায়ী তুলসী গাছ না রাখেন, তাহলে এর ফলে গ্রহের দোষ হয়। এতে বাস্তু দোষও হয়। এর ফলে ব্যক্তির উন্নতি বন্ধ হয়ে যায় এবং অসুবিধার সম্মুখীন হতে হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vastu Tips: খবরদার...! 'এই' জায়গায় তুলসী গাছ রেখেছেন? নিমেষে সব তছনছ! চরম আর্থিক সঙ্কট কাঙাল করে দিতে পারে