TRENDING:

Red Hibiscus Vastu Tips: আর্থিক অনটন? বিবাহে সমস্যা? বাড়ির এই বিশেষ দিকে রাখুন লাল জবাগাছ, দূর হবে সব সঙ্কট

Last Updated:
Red Hibiscus Vastu Tips: জানুন বাড়িতে কীভাবে জবাগাছ রাখলে বাস্তশাস্ত্র অনুযায়ী খুবই শুভ
advertisement
1/6
আর্থিক অনটন? বিবাহে সমস্যা? বাড়ির এই বিশেষ দিকে রাখুন লাল জবাগাছ, দূর হবে সঙ্কট
জবাগাছ আমাদের অনেকের বাড়িতেই থাকে। ভেষজ ও মাহাত্ম্যগত দিক থেকে এই গাছের গুরুত্ব অনেক বেশি। এছাড়া বাস্তুশাস্ত্রে জবাগাছের ভূমিকাও গভীর। জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী জানিয়েছেন বাড়িতে কীভাবে জবাগাছ রাখলে বাস্তশাস্ত্র অনুযায়ী খুবই শুভ।
advertisement
2/6
বাড়ির উত্তর বা পূর্ব দিকে সব সময় জবাগাছ রাখুন। দেখবেন জবাগাছে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক এসে পড়ে। দেবতাদের অর্ঘ্য নিবেদনের পাশাপাশি জবাফুল দিতে পারেন পরিবারের পরিজনদেরও।
advertisement
3/6
বাড়িতে জবাগাছ থাকা খুবই শুভ। লাল জবাফুলের জন্য সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। কুণ্ডলিতে মঙ্গলদোষ থাকলে তা কেটে যায়। জন্মকুণ্ডলিতে সূর্য দুর্বল থাকলে বাড়ির পূর্ব দিকে রাখুন জবাগাছ। এর ফলে আপনার কুণ্ডলিতে সূর্য অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে।
advertisement
4/6
কুণ্ডলিতে মঙ্গলদোষ থাকলে বিবাহে সমস্যা হয়। তাছাড়া জীবনে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়। সম্পর্কে জটিলতা দেখা দেয়। এই দোষ কাটাতে বাড়িতে রোপন করুন জবাগাছ। কারওর সঙ্গে শত্রুতা থাকলে তাঁকে লাল জবাফুল দিন। জ্যোতিষ অনুযায়ী, এর ফলে শত্রুতা দূর হয়ে সম্পর্ক মধুর হবে।
advertisement
5/6
জীবনে আর্থিক সঙ্কট থাকলে প্রতি মঙ্গলবার বজরঙ্গবলীকে লাল জবাফুল নিবেদন করুন। প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে নিবেদন করুন লাল জবাফুল। প্রচলিত বিশ্বাস, এই আচরণে আপনি ফিরে পাবেন হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসও।
advertisement
6/6
লাল জবা শক্তির প্রতীক। মনে করা হয়, লাল জবা ছাড়া সূর্যদেবের পুজো অসম্পূর্ণ। সূর্যদবেকে জল নিবেদন করার সময় সেই জলে লাল ফুল অবশ্যই রাখবেন। এতে আপনি সুস্বাস্থ্য ও কর্মশক্তির অধিকারী হবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Red Hibiscus Vastu Tips: আর্থিক অনটন? বিবাহে সমস্যা? বাড়ির এই বিশেষ দিকে রাখুন লাল জবাগাছ, দূর হবে সব সঙ্কট
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল