Vastu Tips: সংসারে অভাব-অনটন কি পিছু ছাড়ছে না? বাস্তু মেনে এই ৪টি মূর্তি বাড়িতে রাখলেই ফিরবে সুখ-সমৃদ্ধি!
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vastu Tips: বাড়িতে কি অশান্তি ও অনটন লেগেই আছে? পজিটিভ এনার্জি বাড়াতে এবং মা লক্ষ্মীর কৃপা পেতে বাড়িতে কোন কোন মূর্তি রাখা শুভ, জেনে নিন
advertisement
1/5

বাস্তুশাস্ত্র অনেকেই বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করেন না। তবে বাস্তুশাস্ত্র বলছে প্রত্যেক বাড়িতে পজিটিভ ও নেগেটিভ এনার্জি থাকে। যে বাড়িতে পজিটিভের থেকে নেগেটিভ এনার্জি বেশি থাকে, সেই বাড়িতে অশান্তি ও অনটন দেখা দেয়। আবার পজিটিভ এনার্জি বেশি থাকলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে ওঠে। বাড়িতে পজিটিভ এনার্জি বাড়ানোর জন্য কয়েকটি মূর্তি রাখার পরামর্শ দেওয়া আছে বাস্তুশাস্ত্রে। আর এই বিষয়ে আমাদের জানিয়েছেন বোলপুরের কঙ্কালীতলা মন্দিরের এক পুরনো সেবায়েত অতুল প্রসাদ চক্রবর্তী। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
প্রত্যেক বাড়িতে যেটা রাখা প্রয়োজন সেটা হলো পেঁচা। কারণ পেঁচা হল মা লক্ষ্মীর বাহন। তাই বাড়িতে পেঁচার মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়। যে বাড়িতে পেঁচার মূর্তি থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস। এর ফলে উপার্জন বাড়ে ও ধনবৃদ্ধি হয়। বাড়িতে সুখ ফিরে আসে।
advertisement
3/5
ভাল ভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন বড় বড় ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে গণেশের মূর্তি অবশ্যই থাকে। কারণ সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্ননাশক ও অগ্রপুজ্য। তাই কোনও শুভ কাজ শুরুর আগে গণেশ ঠাকুরের নাম নিতে হয়। বাড়িতে গণেশের মূর্তি রাখা উন্নতির সূচক।
advertisement
4/5
মা লক্ষ্মীর মূর্তি প্রায় সব হিন্দু বাড়িতেই থাকে। হিন্দুধর্মে লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। বাস্তু অনুসারে বাড়িতে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্ত শুভ। আর পাশাপশি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পাঠ করা প্রয়োজন। বিশেষ করে সন্ধায় এই পাঁচালী পাঠ করলে বাড়িতে ধন সম্পদের অভাব দেখা যায় না বলে বিশ্বাস করেন অনেকে।
advertisement
5/5
বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কূর্ম বা কচ্ছপ। যেখানে নারায়ণ থাকেন, সেখানেই মা লক্ষ্মীরও বাস। তাই বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখলে লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। তাই সমৃদ্ধির দেবীর কৃপা চাইলে বাড়িতে কচ্ছপের মূর্তি রাখা জরুরি।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: সংসারে অভাব-অনটন কি পিছু ছাড়ছে না? বাস্তু মেনে এই ৪টি মূর্তি বাড়িতে রাখলেই ফিরবে সুখ-সমৃদ্ধি!