TRENDING:

Vastu Tips: শুধু বাড়িতেই নয়, অফিসেও মেনে চলুন এই বাস্তু টিপস! সাফল্য আসবে তাড়াতাড়ি

Last Updated:
Vastu Tips: জ্যোতিষাচর্যের মত মানলেই অফিসে চকচক করবে সকলের ভাগ্য, বস থেকে কর্মচারী সকলেই খুশ
advertisement
1/6
শুধু বাড়িতেই নয়, অফিসেও মেনে চলুন এই বাস্তু টিপস! সাফল্য আসবে তাড়াতাড়ি
: শুধু বাড়িতেই নয়, অফিসেও মেনে চলুন এই বাস্তু টিপস সাফল্য আসবে তাড়াতাড়ি।বাড়ির পাশাপাশি ব্যবসা কিংবা চাকরিক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রের। বাস্তুশাস্ত্র মেনে অফিসে কাজকরলে কর্মক্ষেত্রে বিশেষ সৌভাগ্য লাভ হবে। বাস্তুশাস্ত্র বিশারদ পৌষালী গুহ জানান,বাস্তুশাস্ত্র অনুসারে, কর্মস্থলে বাস্তু খারাপ হলে আর্থিক সংকট, সহকর্মীদের সঙ্গে বিবাদ এবং আদালতে মামলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। জানুন সাফল্যে পেতে অফিসের কোন বাস্তু নিয়ম মেনে চলা উচিত।অফিসের শুরুতেই প্রবেশদ্বারের কাছে এমন কর্মচারীদের বসার ঘর থাকা উচিত, যিনি সমস্ত তথ্য দিতে পারেন।
advertisement
2/6
বাস্তু অনুসারে উত্তর-পূর্ব দিকে অফিস খোলাকে শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন অফিস যেন ভুল দিকে না হয়। অফিসে আপনার সিনিয়র বা ম্যানেজার যেখানেই বসুক না কেন, তার পিছনের দিকের জানালা বা মাথার ওপরে বিম থাকা উচিত নয়।
advertisement
3/6
অফিসে বসার সময় আপনার মুখউত্তর বা পূর্ব দিকে থাকা উচিত।অফিসের প্রধান বা বসের বসার জায়গার পিছনে একটি শক্ত প্রাচীর থাকা উচিত। গুরুত্বপূর্ণ ফাইলগুলি আপনার ডেস্কে উত্তর- পূর্ব দিকে রাখুন। অফিসের উত্তর-পূর্ব কোণে একটি ছোট পুজোর জায়গা থাকা উচিত।
advertisement
4/6
কুবেরের বাসস্থান উত্তর দিকে বলে মনে করা হয়। অতএব, যতদূর সম্ভব, ক্যাশবাক্স বা টাকা- পয়সা সংক্রান্ত কিছু শুধু উত্তর দিকে বসান।এছাড়া কর্মস্থলের দেয়াল, পর্দা, টেবিল সবই হালকা রঙের হতে হবে।
advertisement
5/6
অফিসের প্রধান প্রবেশদ্বারের সামনে কালো, নীল ও ধূসর রং থাকা উচিত নয়।অফিসের সকল সিনিয়র অফিসারদের দক্ষিণ দিকে বসা উচিত এবং জুনিয়রদের পশ্চিম দিকে বসতে হবে।
advertisement
6/6
এই কিছু কিছু নিয়ম মেনে চললে অফিসে আয়ের উৎস বাড়বে এবং কাজেও সুনাম বৃদ্ধি পাবেন আপনি। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: শুধু বাড়িতেই নয়, অফিসেও মেনে চলুন এই বাস্তু টিপস! সাফল্য আসবে তাড়াতাড়ি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল