TRENDING:

Vastu Tips: ভুলেও এই রঙের ঘড়ি বাড়িতে রাখবেন না! এই নিয়ম মেনে ঘড়ি রাখুন! সোনা ফলবে ভাগ্যে!

Last Updated:
Vastu Tips: একটা ছোট্ট ভুলের জন্য শেষ হয়ে যেতে পারে আপনার জীবন! ঘড়ি রাখার এই নিয়ম না মানলেই বড় বিপদ! জেনে নিন
advertisement
1/6
ভুলেও এই রঙের ঘড়ি বাড়িতে রাখবেন না! এই নিয়ম মেনে ঘড়ি রাখুন! সোনা ফলবে ভাগ্যে!
ঘড়ি! এমন কোনও বাড়ি নেই যেখানে ঘড়ি নেই! হাতঘড়ি তো আছেই! সেই সঙ্গে নানা সৌখিন দেওয়াল ঘড়িতেও আমরা ঘর সাজাই! কিন্তু জানেন কী ঘড়ি যদি ভুল দিকে থাকে তাহলে ঘটে যাবে চরম সর্বনাশ! photo source collected
advertisement
2/6
বাস্তু মত না জেনে যদি বাড়িতে যেকোনও দিকে ঘড়ি রাখেন তাহলে তা আপনার জীবনে অন্ধকার ডেকে আনবে! photo source collected
advertisement
3/6
বাস্তু মতে ঘড়ি রাখার একটা সঠিক নিয়ম রয়েছে! মনে রাখতে হবে বন্ধ ঘড়ি যেন না থাকে বাড়িতে! হয় ঠিক করে নিন! না হয় ফেলে দিন! না হলে কিন্তু আপনার ভাগ্যও বন্ধ ঘড়ির মতো আটকে যাবে এক জায়গায়! photo source collected
advertisement
4/6
বাস্তু মতে বাড়ির দক্ষিণ দিকে যদি ঘড়ি রাখেন তাহলে সর্বনাশ! এই দিকে ঘড়ি থাকলে সব কাজে বাঁধা আসবে! ব্যবসা-চাকরি সব ক্ষেত্রে সমস্যা বাড়বে! অর্থের চরম অভাব ঘটবে! photo source collected
advertisement
5/6
বাড়ির উত্তর বা পূর্ব দিকে ঘড়ি রাখা সব থেকে শুভ! এই দিকে ঘড়ি রাখলে সুখ শান্তিতে ভরে যায় সংসার! মানসিক শান্তি আসে! আর্থিক উন্নতি ঘটে! সব কাজে সফলতা আসে! ঘড়িতে ধুলো জমতে দেবেন না! পরিষ্কার করে নেবেন! photo source collected
advertisement
6/6
মনে রাখবেন নীল, কালো ও গেরুয়া রঙের ঘড়ি কখনও বাড়িতে রাখবেন না! বা দেওয়ালে লাগাবেন না! এতে নেতিবাচক প্রভাব পড়ে। নোংরা দেওয়ালে ঘড়ি লাগাবেন না! ঘড়িই কিন্তু বদলে দিতে পারে আপনার জীবন! মেনে দেখুন এই নিয়ম! photo source collected
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: ভুলেও এই রঙের ঘড়ি বাড়িতে রাখবেন না! এই নিয়ম মেনে ঘড়ি রাখুন! সোনা ফলবে ভাগ্যে!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল