Vastu Tips for Money: হবে টাকার বৃষ্টি! বাস্তু মেনে রান্নাঘরে আনুন 'এই' কয়েকটি বদল! সুখ উপচে পড়বে সংসারে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Vastu Tips for Money: স্বাস্থ্য থেকে শুরু করে অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত। রান্নাঘরের জন্য কী বাস্তু টিপস মানতে হবে।
advertisement
1/7

যে কোনও বাড়িতে রান্নাঘর খুবই গুরুত্বপূর্ণ অংশ। রান্নাঘরের বেশ কিছু বাস্তু নিয়ম মাথায় রাখা সবসময় থাকা উচিত। স্বাস্থ্য থেকে শুরু করে অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত।
advertisement
2/7
স্বাস্থ্য থেকে শুরু করে অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্র মেনে চলা উচিত। রান্নাঘরের জন্য কী বাস্তু টিপস মানতে হবে।
advertisement
3/7
বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ বিশেষজ্ঞ, জয়শ্রী ধামানি জানান, ‘রান্নাঘরের সঙ্গে জড়িয়ে আছে ‘অগ্নি’ উপাদান। রান্নাঘর উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমে হওয়া উচিত নয়। এই কোণকেই রান্নাঘরের জন্য আদর্শ বলে মনে করা হয়।”
advertisement
4/7
বাড়ির উত্তর পূর্ব কোণ বা বাথরুমের কাছে কখনওই রান্নাঘর তৈরি করবেন না। তাই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে তৈরি করুন রান্নাঘর।
advertisement
5/7
রান্নাঘরে গ্যাস সব সময় রাখুন দক্ষিণ পূর্ব কোণে। তবে গ্যাসের আভেনের মুখ যেন দক্ষিণমুখী হয়। যিনি রান্না করছেন তিনি যেন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে রান্না করতে পারেন। বাস্তুশাস্ত্র মতে সেটাই শুভ।
advertisement
6/7
রান্নাঘরের জন্য হলুদ, সাদা বা প্যাস্টেল শেড আদর্শ। কারণ এই রংগুলি সদর্থক বার্তা ও খুশি বয়ে আনে।
advertisement
7/7
রান্নাঘরে প্রাকৃতিক আলো এবং আলো বাতাস খেলার জায়গা উন্মুক্ত রাখতে হবে। স্বাস্থ্যের পাশাপাশি এটি দরকার পজিটিভ এনার্জির কারণেও। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Money: হবে টাকার বৃষ্টি! বাস্তু মেনে রান্নাঘরে আনুন 'এই' কয়েকটি বদল! সুখ উপচে পড়বে সংসারে