Vastu Tips: শোওয়ার ঘর হোক বা বাথরুম, বাড়ির কোথায় রেখেছেন ‘আয়না’? এই ৪ নিয়ম মেনে রাখুন, খুলে যাবে কপাল, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Vastu Tips For Mirror: বাস্তুশাস্ত্র মতে আয়না বদলে দিতে পারে আপনার জীবন। বাড়ির কোন স্থানে, কোন দিকে আয়না রাখছেন? তার উপর অনেকখানি নির্ভর করে পরিবারের উপর ভাল ও খারাপ প্রভাব।
advertisement
1/9

বাস্তুশাস্ত্র মতে আয়না বদলে দিতে পারে আপনার জীবন। বাড়ির কোন স্থানে, কোন দিকে আয়না রাখছেন? তার উপর অনেকখানি নির্ভর করে পরিবারের উপর ভাল ও খারাপ প্রভাব।
advertisement
2/9
জ্যোতিষ শাস্ত্রবিদ পূবালী গুহ শাস্ত্রী জানালেন, শাস্ত্রমতে, ঘরে আয়না কিনে লাগানোর আগে অবশ্যই জেনে নেওয়া দরকরা কোন জায়গায় আয়নাটি রাখবেন।
advertisement
3/9
অন্যথায় অজান্তেই এর কুপ্রভাব পড়তে পারে। বাস্তুমতে ঘরে আয়না বসানোর সময় কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তা জেনে নিন।
advertisement
4/9
১) আয়না ঘরের পূর্ব কিংবা উত্তর দিকে রাখবেন। এর ফলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে।
advertisement
5/9
২) পাশাপাশি আয়না যদি ভাঙা হয় বা সামান্য চিড়ও ধরে, তবে তা সরিয়ে ফেলার পরামর্শ জ্যোতিষশাস্ত্রবিদের। নতুন নেতিবাচক প্রভাব পড়তে পারে।
advertisement
6/9
৩) লক্ষ রাখবেন যেন ঘরে থাকা আয়নাগুলি সব সময় পরিষ্কার থাকে। শাস্ত্রবিদ পূবালী গুহ শাস্ত্রীর মতে, আয়নায় বেশি ধুলো জমে গেলে নেগেটিভ এনার্জি নির্গত হতে থাকে।
advertisement
7/9
৪) যদি শোওয়ার ঘরে আয়না লাগানো থাকে, তাহলে এটা খেয়াল রাখুন যেন আপনার ঘুমোনোর সময় আপনার ঘুমন্ত শরীরের কোনও অংশ প্রতিফলিত না হয়।
advertisement
8/9
অন্যথায় সেই ব্যক্তির শারীরিক সমস্যা দেখা দেয়। কিন্তু এমন হতেই পারে, আপনার ঘরের অবস্থান অনুযায়ী আয়নাটি সেভাবে রাখা সম্ভব হচ্ছে না।
advertisement
9/9
সেক্ষেত্রে রাতে শোওয়ার সময় আয়নাটি কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছে বাস্তুবিদ। স্নানঘরে যদি আয়না থাকে, তাহলে তাকে কোনও ভাবেই দরজার সামনে রাখা উচিত নয়। এছাড়া বাস্তুমতে, রান্নাঘরে আয়না না রাখাই উচিত।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: শোওয়ার ঘর হোক বা বাথরুম, বাড়ির কোথায় রেখেছেন ‘আয়না’? এই ৪ নিয়ম মেনে রাখুন, খুলে যাবে কপাল, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে