Vastu Tips for Lighting Diya: প্রদীপে দিন এই জিনিস! অভাব থেকে সাড়ে সাতী দূর হয়ে হবে টাকার বর্ষা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu Tips for Lighting Diya: মাঙ্গলিক প্রদীপের সঙ্গে জড়িয়ে আছে বাস্তু টিপসও। সংসারের শুভ অশুভ নানা দিক জড়িয়ে থাকে কোন উপকরণে কীভাবে প্রদীপ প্রজ্বলন করছেন, তার উপর। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ
advertisement
1/7

কোন যুগ থেকে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করছে মানুষ.তার কোনও লিপিবদ্ধ ইতিহাস নেই। আজ বিদ্যুত ইন্টারনেটের যুগেও প্রদীপের আলো তার মাধুর্য হারায়নি।
advertisement
2/7
মাঙ্গলিক প্রদীপের সঙ্গে জড়িয়ে আছে বাস্তু টিপসও। সংসারের শুভ অশুভ নানা দিক জড়িয়ে থাকে কোন উপকরণে কীভাবে প্রদীপ প্রজ্বলন করছেন, তার উপর। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
3/7
বাস্তু শাস্ত্র মতে, যদি অপূর্ণ ইচ্ছে পূর্ণ করতে চান তাহলে তেলের প্রদীপ জ্বালুন। পুজোর কাজে মূলত ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয়।
advertisement
4/7
জ্যোতিষ মতে, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে অর্থনৈতিক অবস্থা ভাল হয়। শনিদেবের কৃপা পেতে, সাড়ে সাতী অবস্থা থেকে মুক্ত হতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন।
advertisement
5/7
হনুমানজীর কৃপা পেতে তিনকোনা প্রদীপ জ্বালান জুঁইফুলের তেল দিয়ে। সূর্যদেব ও কালভৈরবের আশীর্বাদ পেতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে হবে।
advertisement
6/7
জন্মছকে যদি রাহু কেতুর কুদৃষ্টি থাকে তাহলে তিসির তেল দিতে হবে প্রদীপে। তাহলে জীবন থেকে অশুভ প্রভাবও দূর হবে।
advertisement
7/7
রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে চারপাশ থেকে নেগেটিভ শক্তি দূর হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Lighting Diya: প্রদীপে দিন এই জিনিস! অভাব থেকে সাড়ে সাতী দূর হয়ে হবে টাকার বর্ষা