TRENDING:

Vastu Tips for Lighting Diya: প্রদীপে দিন এই জিনিস! অভাব থেকে সাড়ে সাতী দূর হয়ে হবে টাকার বর্ষা

Last Updated:
Vastu Tips for Lighting Diya: মাঙ্গলিক প্রদীপের সঙ্গে জড়িয়ে আছে বাস্তু টিপসও। সংসারের শুভ অশুভ নানা দিক জড়িয়ে থাকে কোন উপকরণে কীভাবে প্রদীপ প্রজ্বলন করছেন, তার উপর। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ
advertisement
1/7
প্রদীপে দিন এই জিনিস! অভাব থেকে সাড়ে সাতী দূর হয়ে হবে টাকার বর্ষা
কোন যুগ থেকে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করছে মানুষ.তার কোনও লিপিবদ্ধ ইতিহাস নেই। আজ বিদ্যুত ইন্টারনেটের যুগেও প্রদীপের আলো তার মাধুর্য হারায়নি।
advertisement
2/7
মাঙ্গলিক প্রদীপের সঙ্গে জড়িয়ে আছে বাস্তু টিপসও। সংসারের শুভ অশুভ নানা দিক জড়িয়ে থাকে কোন উপকরণে কীভাবে প্রদীপ প্রজ্বলন করছেন, তার উপর। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
3/7
বাস্তু শাস্ত্র মতে, যদি অপূর্ণ ইচ্ছে পূর্ণ করতে চান তাহলে তেলের প্রদীপ জ্বালুন। পুজোর কাজে মূলত ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয়।
advertisement
4/7
জ্যোতিষ মতে, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে অর্থনৈতিক অবস্থা ভাল হয়। শনিদেবের কৃপা পেতে, সাড়ে সাতী অবস্থা থেকে মুক্ত হতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন।
advertisement
5/7
হনুমানজীর কৃপা পেতে তিনকোনা প্রদীপ জ্বালান জুঁইফুলের তেল দিয়ে। সূর্যদেব ও কালভৈরবের আশীর্বাদ পেতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে হবে।
advertisement
6/7
জন্মছকে যদি রাহু কেতুর কুদৃষ্টি থাকে তাহলে তিসির তেল দিতে হবে প্রদীপে। তাহলে জীবন থেকে অশুভ প্রভাবও দূর হবে।
advertisement
7/7
রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে চারপাশ থেকে নেগেটিভ শক্তি দূর হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Lighting Diya: প্রদীপে দিন এই জিনিস! অভাব থেকে সাড়ে সাতী দূর হয়ে হবে টাকার বর্ষা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল