TRENDING:

Vastu Tips for Saturday: প্রত্যেক শনিবার...৫টা শুকনো লঙ্কা আর তেজপাতা, এই কাজ করলে হাতেনাতে পাবেন ফল

Last Updated:
আমাদের রান্নাঘরের দু’টি উপাদান, শুকনো লঙ্কা এবং তেজপাতা, সংসারে ইতিবাচক শক্তি ফেরাতে উল্লেখযোগ্যভাবে কার্যকরী বলে জানাচ্ছেন মুম্বই ট্যারট কার্ড রিডার মিনাল জানাচ্ছেন, সামান্য তেজপাতা দিয়ে কী ভাবে গৃহস্থ বাড়ি থেকে বাস্তু দোষ কাটানো যেতে পারে৷
advertisement
1/9
প্রত্যেক শনিবার...৫টা শুকনো লঙ্কা আর তেজপাতা, এই কাজ করলে হাতেনাতে পাবেন ফল
বিশেষজ্ঞেরা বলে থাকেন, সুখ ও সাফল্যমণ্ডিত সংসারের জন্য বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বাস্তুশাস্ত্রের নিয়মানুসারে চললে অনেক সময়েই অনেক বাধা কাটিয়ে ওঠা যায়৷ এমনকি, সংসারে নিয়ন্ত্রণ করা যায় নেতিবাচক শক্তির যাতায়াত৷
advertisement
2/9
আমাদের অনেক সময়ই এমন হয় যে, যতই পরিশ্রম করি না কেন কিছুতেই ধরা দেয় না সাফল্য৷ অথবা, কারণে-অকারণে অযথা উত্তপ্ত হতে থাকে ঘরের পরিস্থিতি৷ এমন ক্ষেত্রে, বিশেষ কিছু বাস্তু নিয়ম মেনে চললে উপকার পাওয়া যায় বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞেরা৷
advertisement
3/9
আমাদের রান্নাঘরের দু’টি উপাদান, শুকনো লঙ্কা এবং তেজপাতা, সংসারে ইতিবাচক শক্তি ফেরাতে উল্লেখযোগ্যভাবে কার্যকরী বলে জানাচ্ছেন মুম্বই ট্যারট কার্ড রিডার মিনাল জানাচ্ছেন, সামান্য তেজপাতা দিয়ে কী ভাবে গৃহস্থ বাড়ি থেকে বাস্তু দোষ কাটানো যেতে পারে৷ তিনি জানাচ্ছেন, বাস্তু দোষ হল এমন একটি সমস্যা যা যে কোনও ব্যক্তির জীবন বা পরিবার থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কেড়ে নিতে পারে। বাড়ি থেকে বাস্তু দোষ হওয়ার একাধিক কারণ রয়েছে, রয়েছে বাস্তু দোষ দূর করার অনেক উপায়ও।
advertisement
4/9
এর জন্য প্রয়োজন খুব সামান্য তিনটি জিনিস৷ একটি প্রদীপ, সলতে, সরিষার তেল৷ সঙ্গে প্রয়োজন ১১টি লবঙ্গ, ১টি তেজপাতা এবং কর্পূর।
advertisement
5/9
দীপের আলোয় এই উপকরণগুলি একসঙ্গে জ্বালান৷ তারপরে সেই ধোঁয়া ঘুরে ঘুরে পৌঁছে দিন ঘরের প্রতিটি কোণে। এটিতে সংসার থেকে অশুভ শক্তির প্রভাব দূর করে বলে বিশ্বাস করা হয়।
advertisement
6/9
তেজপাতা পোড়ানোর ধোঁয়া খারাপ শক্তি দূর করে। তাছাড়া এর প্রভাব অশান্ত মনকে শান্ত করে। কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো বাস্তু মতে খুবই শুভ। এই পবিত্র ধোঁয়া অ্যান্টিসেপটিকও বটে। এই ধোঁয়ার প্রভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় বলে মনে করা হয়।
advertisement
7/9
প্রতি শনিবার ৫টি তেজপাতা পোড়ান। তারপর পোড়ান ৫টি শুকনো লঙ্কা। তারপরে সেই ধোঁয়া ছড়িয়ে দিন সারা ঘরে। এই ধোঁয়ার প্রভাবে সমস্ত সমস্যা দূর হয় বলে মনে করা বয়। বন্ধ হয় দাম্পত্য কলহ।
advertisement
8/9
অনেক সময় দুঃস্বপ্নের কারণে রাতে ভাল ঘুম হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে বালিশের নীচে তেজপাতা রাখুন। দুঃস্বপ্নের সমস্যা কমে যাবে। অন্যান্য সমস্যাও কমে।
advertisement
9/9
অনেক সময় দেখা যায় হাতে টাকা নেই। প্রতি শুক্রবার তেজপাতা দিয়ে মা লক্ষ্মীর পা স্পর্শ করুন এবং তারপরে সেটি পার্সে রাখুন। আর্থিক সমস্যা দূর হবে। (অস্বীকৃতি: এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই সর্বদা বিস্তারিত জানার জন্য পেশাদার পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Saturday: প্রত্যেক শনিবার...৫টা শুকনো লঙ্কা আর তেজপাতা, এই কাজ করলে হাতেনাতে পাবেন ফল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল