TRENDING:

Vastu Tips Camphor: কর্পূর, লবঙ্গ আর ‘এই’ পাতা! ঠিক এই ভাবে পোড়ান, হুহু করে আসবে টাকা

Last Updated:
তবে অনেকেই জানেন না যে, এই পাতার যে শুধু ভেষজ গুণ রয়েছে তা-ই নয়, বাস্তু সংক্রান্ত বিষয়েও দারুণ উপযোগী এই পাতা৷ নির্দিষ্ট নিয়ম পালন করে এই পাতা ব্যবহার করলে সংসারের আর্থিক সমস্যা দূর হয়৷ বাড়ে সম্পদ৷ আসে শান্তি৷
advertisement
1/8
কর্পূর, লবঙ্গ আর ‘এই’ পাতা! ঠিক এই ভাবে পোড়ান, হুহু করে আসবে টাকা
ভেষজ এই পাতা ভারতীয় রান্নাঘরে বহুল প্রচলিত৷ এর ভেষজ গুণও অনেক৷ এটি আমাদের ক্ষুধা বৃদ্ধি করে, শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷
advertisement
2/8
এর গন্ধও আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত আরামদায়ক৷ এই পাতার নিয়মিত সেবন ওজন কমানোর ক্ষেত্রেও দুর্দান্ত কার্যকরী৷
advertisement
3/8
তবে অনেকেই জানেন না যে, এই পাতার যে শুধু ভেষজ গুণ রয়েছে তা-ই নয়, বাস্তু সংক্রান্ত বিষয়েও দারুণ উপযোগী এই পাতা৷ নির্দিষ্ট নিয়ম পালন করে এই পাতা ব্যবহার করলে সংসারের আর্থিক সমস্যা দূর হয়৷ বাড়ে সম্পদ৷ আসে শান্তি৷
advertisement
4/8
কথা হচ্ছে তেজ পাতা নিয়ে৷ তেজ পাতা দিয়ে বিশেষ কিছু নিয়ম পালন করলে অর্থ সমস্যা দূর হয় বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞেরা৷
advertisement
5/8
প্রথমে একটি হাতলওয়ালা মাটির পাত্রে ক’টা তেজ পাতা নিন৷ তার পর, তাতে একে একে যোগ করুন লবঙ্গ এবং কর্পূর৷ তার পরে ঘি দিয়ে জ্বালানো প্রদীপ দিয়ে ওই পাত্রে অগ্নি সংযোগ করুন৷ এবার এই মিশ্রণ থেকে ওঠা ধোঁয়া পৌঁছে দিন আপনার বাড়ির প্রতিটি ঘরে৷ মাঝেমধ্যেই সন্ধেবেলা করুন এই কাজ৷
advertisement
6/8
প্রতি শনিবার ৫টি তেজপাতা একসঙ্গে জ্বালান৷ তারপরে সেই ধোঁয়া ছড়িয়ে দিন সারা ঘরে৷ এই ধোঁয়ার প্রভাবে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয়৷ স্বামী-স্ত্রীয়ের বন্ধন মজবুত হয়৷
advertisement
7/8
অনেকেই রাতে মাঝেমধ্যেই দুঃস্বপ্ন দেখেন৷ ভাল ঘুম হয় না৷ যদি আপনার বাড়ির কোনও সদস্যের এই সমস্যা থেকে থাকে, তাহলে এই তেজপাতা দিয়ে এই প্রতিকার করে দেখতে পারেন৷ বালিশের নীচে একটি তেজপাতা রেখে ঘুমোলে দারুণ উপকার হয়৷
advertisement
8/8
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips Camphor: কর্পূর, লবঙ্গ আর ‘এই’ পাতা! ঠিক এই ভাবে পোড়ান, হুহু করে আসবে টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল