TRENDING:

Vastu Tips for Marriage: ফুলশয্যার ঘর যে ভাবে সাজালে সুখ উপচে পড়বে নবদম্পতির জীবনে, বাস্তু মতে কোন রং সবচেয়ে শুভ, জেনে নিন জ্যোতিষীর পরামর্শ

Last Updated:
Vastu Tips for Marriage: ফুলশয্যার ঘর কেমন হওয়া উচিত বাস্তু মতে জানতে চান? কোন দিকের বেডরুম শুভ, কোন রং প্রেম বাড়ায়, কেমন আলো উপযুক্ত—এসব নিয়ম মেনে সাজালে নবদম্পতির দাম্পত্য জীবন সুখ ও ভালোবাসায় ভরে ওঠে
advertisement
1/7
ফুলশয্যার ঘর সাজাতে কোন ভুল করবেন না, জেনে নিন জ্যোতিষীর পরামর্শ
বিয়ে মানেই হাজার গোছগাছ, আয়োজন, কেনাকাটি - সব মিলিয়ে এক হই হই ব্যাপার। বিয়ের কোনও আয়োজনে যাতে কোনও খুঁত না থাকে, তা নিশ্চিত করতে দুই পরিবারের চেষ্টার অন্ত থাকে না। তার সঙ্গে খেয়াল রাখতে বিয়ের সব শুভ আচারগুলি সম্পর্কে। বিয়ে সুষ্ঠু ভাবে সব আচার মেনে সম্পূর্ণ হলে নবদম্পতির জীবন সুখ ও ভালবাসার ভরে থাকে বলে প্রচলিত বিশ্বাস।
advertisement
2/7
বিয়ের আগে ঘর সাজানোও হয়ে থাকে। আজ আমরা দেখে নেব ফুলশয্যার ঘরটি কেমন ভাবে সাজালে স্বামী স্ত্রীর জীবনে শুভ প্রভাব পড়বে। বাস্তু অনুসারে ফুলশয্যার ঘরটি কেমন ভাবে সাজানো উচিত তা জেনে নেওয়া যাক।
advertisement
3/7
ফুলশয্যা দিয়েই শুরু হয় নবদম্পতির জীবন। নতুন জীবনের সূচনা হিসেবে তাই বাস্তু অনুসারে ফুলশয্যার ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবদম্পতির জীবন কতটা আনন্দময় হবে, তা ফুলশয্যার ঘরের ছোটখাটো ডেকরেশনের উপর অনেকাংশে নির্ভর করে। কারণ ফুলশয্যা দিয়েই নতুন জীবনের পথে একসঙ্গে চলা শুরু করে দুটি মানুষ। ফুলশয্যার ফুলের মতোই তাঁদের আগামী জীবনের পথ যাতে ফুল বিছানো হয়, তার জন্য কী করতে হবে জেনে নিন।
advertisement
4/7
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, বাস্তু অনুসারে নবদম্পতির ঘর হতে হবে দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে। এই দিকে বেডরুম থাকলে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে বলে মনে করা হয়। দু’জনের মধ্যে বোঝাপড়াও ভাল হয়। কারণ বাস্তু অনুসারে এই দুই দিক হল প্রেম ভালোবাসার দিক। এই দিকে বেডরুম হলে বিবাহিত জীবনে প্রেম বাড়বে।
advertisement
5/7
নবদম্পতির ঘর সাজানোর সময় ফুল আর সুন্দর আলোর ব্যবহার করা জরুরি। এর ফলে প্রেমে জোয়ার আসে। সুন্দর ফুলের গন্ধে রোম্যান্স বাড়ে। তবে নকল ফুল নয়, আসল ফুলেই ঘর সাজান। বাসি ফুল ঘরে রাখবেন না মোটেও। নবদম্পতির ঘরে হালকা সবুজ বা নীল রঙের ল্যাম্প ব্যবহার করা বাস্তুমতে বেশ ভাল।
advertisement
6/7
নবদম্পতির ঘর বাছার সময় খেয়াল রাখবেন সেখানে যেন যথেষ্ট আলো বাতাস খেলে। তবে ঘরে এমন ভাবে আলো লাগান, যাতে তা সরাসরি বিছানার উপর না পড়ে। বিছানার উপর আলো পড়লে স্বাস্থ্যহানি হতে পারে। আর সরাসরি বিছানার উপর আলো এসে পড়লে নবদম্পতির পক্ষে কাছাকাছি আসাও বাধাপ্রাপ্ত হবে।
advertisement
7/7
নবদম্পতির ঘরের রং হবে গোলাপি, হলুদ, নীল বা কমলা। উজ্জ্বল রং অবশ্যই নবদম্পতির ঘরের জন্য বেছে নিন। কালো, ধূসর, ক্রিম বা বাদামি রং একেবারেই চলবে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Marriage: ফুলশয্যার ঘর যে ভাবে সাজালে সুখ উপচে পড়বে নবদম্পতির জীবনে, বাস্তু মতে কোন রং সবচেয়ে শুভ, জেনে নিন জ্যোতিষীর পরামর্শ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল