Vastu Tips For Diwali 2024: দীপাবলিতে করুন এই ছোট্ট টোটকা, এক নিমেষে বদলে দেবে আপনার ভাগ্য... হবে ধনবৃদ্ধি!
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vastu Tips For Diwali 2024: দীপাবলিতে মাত্র দুটি লবঙ্গ ফিরিয়ে দেবে আপনার ভাগ্য, নিয়ম মেনে করুন এই কাজ
advertisement
1/5

দীপাবলিতে মাত্র দুটো লবঙ্গ। তাতেই কেল্লাফতে। ফিরবে আপনার ভাগ্য। ভেস্তে যাওয়া কাজ হয়ে যাবে সহজে। পূরণ হবে মনের সব ইচ্ছা।
advertisement
2/5
হিন্দু ধর্মে লবঙ্গকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি দীপাবলীতে প্রদীপ প্রজ্জলনের সময় দুটি লবঙ্গ দিয়ে দেওয়া যায়, তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আসে। চলে যায় সমস্ত নেতিবাচক শক্তি।
advertisement
3/5
তিনি বলছেন দীপাবলিতে ধনলক্ষ্মী বা লক্ষ্মী দেবীর মূর্তির সামনে সর্ষের তেলের একটি গোলাকার প্রদীপ জ্বালানো উচিত। সেটি অপেক্ষাকৃত বড় হলে ভাল হয়। তার মধ্যে দুটি লবঙ্গ দিয়ে দিলে অর্থ সংকট দূরে চলে যায়।
advertisement
4/5
ধীমানবাবু জানিয়েছেন, যদি জীবনে কোনও কাজে বারবার বাধা আসে, কাজ ভেস্তে যায়, তাহলে লবঙ্গ টোটকায় মিলবে সুফল। দীপাবলির দিন সিদ্ধিদাতা গণেশকে দুটি লবঙ্গ, দুটি এলাচ ও একটি পান অর্পণ করলে কাজে বাধা কেটে যায়।
advertisement
5/5
তিনি বলছেন, এই সময় কর্পূরে দুটি লবঙ্গ, দুটি এলাচ, এবং সাত টুকরো দারচিনি সহযোগে হনুমানজির আরতি করলে জীবনের সমস্ত সংকট কেটে যায়। শনির কুপ্রভাব কেটে যায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips For Diwali 2024: দীপাবলিতে করুন এই ছোট্ট টোটকা, এক নিমেষে বদলে দেবে আপনার ভাগ্য... হবে ধনবৃদ্ধি!