Vastu Tips For Calendar: নতুন বছরের ক্যালেন্ডার সঠিক সময়ে, সঠিক দেওয়ালে রাখুন! সংসারের সব বাধা কাটবে, অর্থ-বৃষ্টি হবে! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Vastu Tips For Calendar: যেখানে সেখানে ক্যালেন্ডার ঝোলালেই হল না! সঠিক দিনে, ঠিক সময়ে এই বিশেষ দিকে রাখলে খুলে যাবে ভাগ্য! জানুন বিশেষজ্ঞের মত
advertisement
1/5

আসছে নতুন বছর। নতুন আশা, নতুন ইচ্ছা, নতুন উদ্যম নিয়ে বছর শুরুর পরিকল্পনা রয়েছে সকলের। অনেকেই নতুন বছর শুরু সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করবেন। কিন্তু নতুন বছর শুরু হলে এই একটি ভুল করবেন না। কারণ এই একটা ভুলে গোটা বছর আপনার খারাপ হতে পারে। জানিয়েছেন বাস্তুবিদ অচিন্ত্য সামন্ত।
advertisement
2/5
অচিন্ত্য বাবু জানিয়েছেন, নতুন বছর এলে অবশ্যই পুরানো ক্যালেন্ডার সরিয়ে নতুন ক্যালেন্ডার রাখতে হবে। কারণ ক্যালেন্ডার শুধুমাত্র তারিখ বদলের সামগ্রী নয়, বাস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ক্যালেন্ডার। কিন্তু শুধু ক্যালেন্ডার রাখলেই হবে না। তার জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট দিক মানতে হবে। তবেই আপনার জন্য শুভ ফলাফল নিয়ে আসবে নতুন ক্যালেন্ডার।
advertisement
3/5
তিনি জানিয়েছেন, ক্যালেন্ডার বদলের সঠিক সময় সকাল বেলা। সবথেকে ভাল হয়, যদি সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার বদল করা যায়। তবে দুপুরের পর কোনওভাবেই ক্যালেন্ডার বদল করা যাবে না। তাছাড়াও বুধ এবং শুক্রবার ক্যালেন্ডার বদলের জন্য আদর্শ। আর এ বছর প্রথম জানুয়ারি পড়েছে বুধবার।
advertisement
4/5
তিনি জানিয়েছেন, ক্যালেন্ডার ঝোলানোর জন্য বাড়ির একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সংঘটিত দেওয়াল বেছে নিতে হবে। ভাঙা বা অপরিষ্কার দেওয়ালে ক্যালেন্ডার রাখা উচিত নয়। তাছাড়াও দেওয়াল ঘড়ির একদম কাছাকাছি ক্যালেন্ডার রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্রে বিশ্বাস এমনটা করলে ঘরে অর্থ আগমন বাধাপ্রাপ্ত হয়।
advertisement
5/5
বাস্তবিদ অচিন্ত্যবাবু জানিয়েছেন, বাড়ির পূর্ব এবং উত্তর দিকের দেওয়াল ক্যালেন্ডার রাখার জন্য আদর্শ। এছাড়াও তিনি বলেছেন, পুরানো বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরানো ক্যালেন্ডার সরিয়ে ফেলা উচিত। এমনটা না করলে ভবিষ্যৎ বাধাপ্রাপ্ত হতে পারে। তাছাড়া নষ্ট হয়ে যাওয়া ক্যালেন্ডার ঘরে থাকলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips For Calendar: নতুন বছরের ক্যালেন্ডার সঠিক সময়ে, সঠিক দেওয়ালে রাখুন! সংসারের সব বাধা কাটবে, অর্থ-বৃষ্টি হবে! জানুন