Vastu Tips for Broken Mirror: ভাঙা কাচ মানেই দুর্ভাগ্য? একেবারই নয়, দেখুন উল্টো কথা বলছেন বাস্তুবিদেরা!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Vastu Tips for Broken Mirror: প্রাচীন কাল থেকে দর্পণের ভাঙা নিয়ে অনেক রকমের মত রয়েছে৷ কিছু মানুষ এগুলিকে অন্ধবিশ্বাস মনে করে এড়িয়ে যান৷ আবার অনেকেই একে শুভ ও অশুভ বলে মানতে পারেন৷
advertisement
1/7

প্রতি ব্যক্তি নিজের ঘরে কাঁচের তৈরি জিনিস ব্যবহার করেন৷ আমাদের সকলের বাড়িতেই একাধিক আয়না থাকে৷ আর এই আয়না বা কাঁচের জিনিস ভীষণভাবেই ভঙ্গুর হয়৷
advertisement
2/7
আর এভাবেই স্বাভাবিকভাবেই বিভিন্ন জিনিস ভাঙতে থাকে৷ বহু মানুষ এটা নিয়ে কোনও ভাবনাচিন্তা না করেই জীবনে এগিয়ে যান৷
advertisement
3/7
অনেকের মতেই কাঁচের ভাঙা খুবই অশুভ৷ প্রাচীন কাল থেকে দর্পণের ভাঙা নিয়ে অনেক রকমের মত রয়েছে৷ কিছু মানুষ এগুলিকে অন্ধবিশ্বাস মনে করে এড়িয়ে যান৷ আবার অনেকেই একে শুভ ও অশুভ বলে মানতে পারেন৷
advertisement
4/7
বাস্তু শাস্ত্র অনুযায়ী, ঘরে কাঁচ ভাঙার বিভিন্ন রকমের অর্থ হয়৷ বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির কাঁচ বা আয়না হঠাৎই ভেঙে গেলে, বুঝবেন বাড়িতে আগত কোনও সঙ্কটকে আত্মস্থ করে নিয়েছিল ওই কাঁচ বা আয়না। কাঁচ ভেঙে যাওয়ায় সেই সঙ্কট তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে।
advertisement
5/7
বাড়িতে দরজা বা জানালার কাঁচ ভেঙে গেলে বা তাতে ফাটল দেখা দিলে তাকে অশুভ মনে করবেন না। কারণ এটি কোনও সুসংবাদের দিকে ইঙ্গিত দেয়। এমনকি এটি ধন আগমনের দিকে ইশারা করে থাকে।
advertisement
6/7
বাস্তু অনুযায়ী বাড়িতে কাঁচ ভেঙে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ এটি পুরনো বিবাদ সমাপ্ত হওয়ার কথা বলে। পাশাপাশি কোনও ব্যক্তি অসুস্থ থাকলে তাঁর সুস্থ হওয়ার কথা বলে।
advertisement
7/7
ঘরে দর্পণ লাগানোর সময় মনে রাখবেন আয়নার চারপাশ যেন চকমকে বা উজ্জ্বল রঙের না হয়৷ ঘরের আয়নার ফ্রেম সবসময়ে হালকা রঙের হওয়া উচিত৷ ( Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Broken Mirror: ভাঙা কাচ মানেই দুর্ভাগ্য? একেবারই নয়, দেখুন উল্টো কথা বলছেন বাস্তুবিদেরা!