Vastu Tips For Bedroom: এই দিকে বেডরুম থাকলেই সারাজীবন ফুলশয্যা! স্বামী-স্ত্রীর সম্পর্কে রাজ করবে প্রেম! জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Vastu Tips For Bedroom: শোয়ার ঘরের দিক, সাজসজ্জা বাস্তু সম্মত হলে জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারেন।
advertisement
1/5

বাস্তু শাস্ত্রে দক্ষিণ-পশ্চিম দিককে সম্পর্ক, একাত্মতা ও দক্ষতার স্থান মনে করা হয়। তাই এই দিকে শোয়ার ঘর থাকলে স্বামী- স্ত্রী কাজে দক্ষতা অর্জন করতে পারেন। তাঁদের সম্পর্ক মজবুত হবে ও পরিবারের ভালোভাবে দেখাশোনা করতে পারবেন।
advertisement
2/5
বাস্তু বিশেষজ্ঞ অতনু ভট্টাচার্য বলেন, বাস্তু শাস্ত্রে পশ্চিম দিক লাভ ও প্রাপ্তির স্থান হিসেবে চিহ্নিত। এই স্থানে শোয়ার ঘর হওয়ার ফলে দম্পতি জীবনের সমস্ত ক্ষেত্রে লাভ অর্জন করতে পারবেন। এমনকি ধন লাভ সম্ভব হবে।
advertisement
3/5
এ ছাড়াও প্রেম ও আকর্ষণের দিক উত্তর, উত্তর-পশ্চিমে শোয়ার ঘর তৈরি করতে পারেন। এর ফলে দাম্পত্য জীবনে প্রচুর ভালোবাসা থাকবে।
advertisement
4/5
তবে উত্তর-পূর্ব দিকে শোয়ার ঘর বানাবেন না। এমনকি শোয়ার ঘরে এই দিকে বিছানাও রাখবেন না। বাস্তু বিজ্ঞান অনুযায়ী উত্তর-পূর্ব দিকে অধিপতি বৃহস্পতি। এই দিকে বিছানা থাকলে যৌন সম্পর্কের ইচ্ছা কমতে থাকে। যার ফলে দাম্পত্য জীবন নীরস হয়ে পড়ে। স্বামী-স্ত্রীর মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা যায়।
advertisement
5/5
অগ্নির দিক দক্ষিণ-পূর্বে শোয়ার ঘর থাকলে স্বামী-স্ত্রীর ব্যবহারে অযথা আক্রমণাত্মক প্রবণতা প্রকাশ পায়। ছোটখাটো কথায় রাগ পোষণ করতে শুরু করবেন তাঁরা। একে অপরের মধ্যে ত্রুটি বের করতে ব্যস্ত হয়ে পড়বেন। এর ফলে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips For Bedroom: এই দিকে বেডরুম থাকলেই সারাজীবন ফুলশয্যা! স্বামী-স্ত্রীর সম্পর্কে রাজ করবে প্রেম! জানুন