Camphor Vastu tips: হলুদ কাপড়ে রাখুন ২টি লবঙ্গ..কর্পূর দিয়ে করুন এই প্রতিকার! টাকায়-গয়নায় ভরে উঠবে সংসার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রায় প্রত্যেক পুজোতেই কর্পূরের ব্যবহার হয়ে থাকে৷ কিন্তু, অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, নবরাত্রির এই সময়ে কর্পূর ও লবঙ্গ দিয়ে এই প্রতিকার করলে তুষ্ট হন মা দুর্গা৷ সংসারের সমস্ত সমস্যা থেকে মেলে মুক্তি৷
advertisement
1/7

নবরাত্রি ভারতীয়দের অন্যতম প্রিয় উৎসব৷ আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবরাত্রি শুরু হয়। এ বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, নবরাত্রির এই ৯ দিনে দেবী দুর্গাকে বিভিন্ন রূপে পূজা করা হয়।
advertisement
2/7
প্রায় প্রত্যেক পুজোতেই কর্পূরের ব্যবহার হয়ে থাকে৷ কিন্তু, অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, নবরাত্রির এই সময়ে কর্পূর ও লবঙ্গ দিয়ে এই প্রতিকার করলে তুষ্ট হন মা দুর্গা৷ সংসারের সমস্ত সমস্যা থেকে মেলে মুক্তি৷
advertisement
3/7
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এক জোড়া লবঙ্গ মা দুর্গার অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। পণ্ডিতেরা বলেন, নবরাত্রির সময় পুজো করার সময় লবঙ্গ নিবেদন করার বিশেষ তাৎপর্য রয়েছে।
advertisement
4/7
কর্মস্থলে দীর্ঘদিন ধরে কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন৷? চাকরিতে বারবার বাধা আসছে? তাহলে নবরাত্রির সময় দু’টি লবঙ্গ নিয়ে মাথায় ৭ বার ঠেকান, তারপরে মা দুর্গার চরণে অর্পণ করুন৷ নবরাত্রির ন’দিন টানা এই প্রতিকার পালন করবেন৷ ফল আসবেই৷
advertisement
5/7
কোনও কারণে যদি অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে নবরাত্রির সময় নিম্নোক্ত প্রতিকার করে দেখুন৷ একটি হলুদ কাপড় নিন, তারপরে তাতে এক জোড়া লবঙ্গ, ৫টি সুপারি ও একটি এলাচ রাখুন৷ তারপরে মা দুর্গার চরণে ঠেকিয়ে সেই পুঁটলিকে আপনার আলমারির লকারে রেখে দিন৷ এতে আপনার সংসার থেকে অভাব দূর হবে। আসবে সমৃদ্ধি৷
advertisement
6/7
এ ছাড়া নবরাত্রির ন’দিনের প্রতিদিন কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে সেই ধোঁয়া গোটা বাড়ি, ঘর-দোর আশপাশে ঘুরিয়ে আনুন৷ এতে আপনার সংসার থেকে সব ধরনের নেতিবাচক শক্তি দূর হবে৷ যাবতীয় দুশ্চিন্তা দূর হবে৷
advertisement
7/7
এখানে দেওয়া তথ্য জ্যোতিষ পরামর্শদাতার মতামত অনুসারে লেখা হয়েছে৷ এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ 18 নিশ্চিত করে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Camphor Vastu tips: হলুদ কাপড়ে রাখুন ২টি লবঙ্গ..কর্পূর দিয়ে করুন এই প্রতিকার! টাকায়-গয়নায় ভরে উঠবে সংসার