Vastu Tips: মানিব্যাগে নোট কীভাবে রাখেন? নোট-কয়েন রাখার ভুলই আচমকা পথের ভিখারি করবে, জানুন নিয়ম
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Vastu Tips: বাস্তু অনুসারে, কিছু কিছু জিনিস আমাদের মানিব্যাগে রাখা খুবই অশুভ। জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে এইসব জিনিসের উপস্থিতিতে টাকা বাঁচিয়ে রাখা যায় না, বরং বাড়তে থাকে খরচ।
advertisement
1/9

*জীবনে আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধি কামনা করে থাকেন সমাজের প্রতিটি ব্যক্তিই। কিন্তু জীবনের ও পেশাগত ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি নিজেদের শত চেষ্টা সত্বেও লাফিয়ে বাড়ছে খরচ। জলের মতো বেরিয়ে যাচ্ছে সব সঞ্চয়। কিছুতেই সামলানো যাচ্ছে না। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*অনেক ক্ষেত্রে দেখা যায় জীবনের একটা সময় বহু অর্থ উপার্জন করার পরেও পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে সক্ষম হন না বহু ব্যক্তি। আবার এমনও হয় কিছু ভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকা অন্য কারণেই যে মানিব্যাগটি ব্যবহার করছেন তাতে টাকা থাকছে না কোনওভাবেই। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*বাস্তুশাস্ত্র অনুসারে, কিছু কিছু জিনিস আমাদের মানিব্যাগে রাখা খুবই অশুভ। জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে এইসব জিনিসের উপস্থিতিতে টাকা বাঁচিয়ে রাখা যায় না, বরং বাড়তে থাকে খরচ। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*পুরনো কাগজ, বিল, রসিদ, পার্সের ভিতরে রাখা একদমই উচিত নয়।মানিব্যাগে কখনওই এলোমেলোভাবে টাকা রাখবেন না। এ ক্ষেত্রে প্রথমে বড় নোট, তারপর ছোট নোট রাখুন। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*নোট এবং কয়েনও কখনও একসঙ্গে রাখবেন না। কারণ মনে করা হয়, কয়েনের শব্দের দেবী লক্ষ্মী এক জায়গায় অবস্থান করেন না। তাই নোটগুলি সবসময় পার্সে রাখার চেষ্টা করুন। আর কয়েনের জন্য আলাদা ওয়ালেট রাখুন। ভুল করেও কয়েকটি জিনিস রাখবেন না। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*মানুষ পার্সে টাকা ছাড়াও অন্য অনেক জিনিস রাখেন, যা বাস্তুশাস্ত্র অনুসারে অশুভ বলে মনে করা হয়। সাধারণত, অনেকেই পুরনো বিল পার্সে রাখেন। কিন্তু বাস্তু মতে সেগুলি দীর্ঘদিন পার্সে রাখা ঠিক নয়। তাতে আর্থিক ক্ষতি হয়। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*মানিব্যাগে কখনওই ঈশ্বরের ছবি বা এমন কাগজ রাখবেন না যাতে ঈশ্বরের ছবি আছে। এমনটা করলে ঘৃণা বাড়ে বলে মনে করা হয়। এ ছাড়াও মৃত আত্মীয়দের ছবি কখনওই পার্সে রাখবেন না। প্রায়শই দেখা যায় প্রিয়জনের মৃত্যু হলে তাঁদের ছবি অনেকে পার্সে রাখেন। কিন্তু এটি ভুল। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*বাস্তু অনুসারে, মানিব্যাগকে দেবী লক্ষ্মীর স্থান হিসাবে ধরা হয়। তাই এই জাতীয় কোনও ছবি রাখলে বাস্তু দোষ হয়। অনেকেই পার্সে চাবি রাখেন, কিন্তু সেটিও অশুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, পার্সে যে কোনও ধাতব জিনিস রাখলেই নেতিবাচকতা আসে, যার ফলে অর্থের ক্ষতি হয়। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*জ্যোতিষ শাস্ত্র মতে বিশ্বাস করা হয়, মানিব্যাগ বা পার্স থেকে খুচরো পয়সার ঝনঝন শব্দ আসা ভাল লক্ষণ নয়। ধন-সম্পদের আধার মনে করা হয় মানিব্যাগকে। তাই বিশ্বাস করা হয় এই শব্দ হলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং তাঁর আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হন সেই ব্যক্তি। তবে পার্সে সম্পদের দেবী মা লক্ষ্মীর ছবি রাখা শুভ বলে মনে করা হয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: মানিব্যাগে নোট কীভাবে রাখেন? নোট-কয়েন রাখার ভুলই আচমকা পথের ভিখারি করবে, জানুন নিয়ম